বিয়েতে নববধূর নাচ ভাইরাল !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জমকালো আর খরুচে বিয়ের অনুষ্ঠান করাতে ভারতীয়দের জুড়ি মেলা ভার। এমনই এক জমকালো বিয়ে হয়েছে সেখানে কিছুদিন আগে। সেখানে নববধূর সঙ্গে সঙ্গীদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাশেবলের খবর থেকে জানা যায়, ভিডিওটি দুই মাসের পুরোনো হলেও হুট করেই ভিডিওটি ভাইরাল হওয়া শুরু করে গতকাল শুক্রবার থেকে। এরইমধ্যে ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭০ লাখেরও বেশিবার। প্রাক বিবাহ অনুষ্ঠানে আয়োজিত নাচগানের ভিডিওটিতে দেখা যায়, নববধূ বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি গানের সংমিশ্রণে নাচছেন।

প্রেম রতন ধন পায়ো

গানগুলো ছিল, প্রেম রতন ধন পায়ো (ছবি: প্রেম রতন ধন পায়ো), ঘাগরা (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), দিওয়ানি-মাস্তানি (বাজিরাও মাস্তানি), জ্বালতে দিয়ে (প্রেম রতন ধন পায়ো), মানওয়া লাগে (দিলওয়ালে), ডাফলি ওয়ালে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), রাধা (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), বান্নতি রাসাই ঘারি (তানু ওয়েডস মানু রিটার্ন), মে খানি বাবারি হোগি (তানু ওয়েডস মানু রিটার্ন), দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), বালাম পিচকারি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), ঢোল বাজে (গলিও কি রাসলীলা, রামলীলা), কই লাড়কি হ্যায় চাক ধুম ধুম (দিল তো পাগল হ্যায়), আজা মাহিবে (কাল হো না হো) প্রভৃতি।

প্রথমে নববধূ একা নাচলেও পরে তার বান্ধবীরা যোগ দেন তার সঙ্গে। এ সময় পরিবারের সদস্যরা নৃত্য পরিবেশন উপভোগ করেন। কিন্তু ঠিক কোন কারণে ভিডিওটি এতবার দেখা হলো !

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিয়েতে নববধূর নাচ ভাইরাল !

আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

জমকালো আর খরুচে বিয়ের অনুষ্ঠান করাতে ভারতীয়দের জুড়ি মেলা ভার। এমনই এক জমকালো বিয়ে হয়েছে সেখানে কিছুদিন আগে। সেখানে নববধূর সঙ্গে সঙ্গীদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাশেবলের খবর থেকে জানা যায়, ভিডিওটি দুই মাসের পুরোনো হলেও হুট করেই ভিডিওটি ভাইরাল হওয়া শুরু করে গতকাল শুক্রবার থেকে। এরইমধ্যে ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭০ লাখেরও বেশিবার। প্রাক বিবাহ অনুষ্ঠানে আয়োজিত নাচগানের ভিডিওটিতে দেখা যায়, নববধূ বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি গানের সংমিশ্রণে নাচছেন।

প্রেম রতন ধন পায়ো

গানগুলো ছিল, প্রেম রতন ধন পায়ো (ছবি: প্রেম রতন ধন পায়ো), ঘাগরা (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), দিওয়ানি-মাস্তানি (বাজিরাও মাস্তানি), জ্বালতে দিয়ে (প্রেম রতন ধন পায়ো), মানওয়া লাগে (দিলওয়ালে), ডাফলি ওয়ালে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), রাধা (স্টুডেন্ট অফ দ্য ইয়ার), বান্নতি রাসাই ঘারি (তানু ওয়েডস মানু রিটার্ন), মে খানি বাবারি হোগি (তানু ওয়েডস মানু রিটার্ন), দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), বালাম পিচকারি (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), ঢোল বাজে (গলিও কি রাসলীলা, রামলীলা), কই লাড়কি হ্যায় চাক ধুম ধুম (দিল তো পাগল হ্যায়), আজা মাহিবে (কাল হো না হো) প্রভৃতি।

প্রথমে নববধূ একা নাচলেও পরে তার বান্ধবীরা যোগ দেন তার সঙ্গে। এ সময় পরিবারের সদস্যরা নৃত্য পরিবেশন উপভোগ করেন। কিন্তু ঠিক কোন কারণে ভিডিওটি এতবার দেখা হলো !