হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফে বিশ্ব স্বাস্থ্য দিবস ১৭ পালিত হয়েছে। গতকাল ৭ এপ্রিল আসুন বিষন্নতা নিয়ে কথা বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এনজিও সংস্থা বাংলা জার্মান সম্প্রীতি(বিজিএস), হিতৈষী বাংলাদেশ, আইসিডিডিআরবি, র্ব্যাক, সূর্যের হাসি ক্লিনিক, শেডের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসুচীর আয়োজন করে। সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ উপজেলা হাসপাতালের আয়োজনে সরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও সংস্থা সমুহের কর্মকর্তা, মাঠকর্মীদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালী হাসপাতাল থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়–য়ার সভাপতিত্বে সভাটি অনুষ্টিত হয়। এতে প্রতিপাদ্যের উপর বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, ডাঃ প্রনয় রুদ্র, ডা টিটু চন্দ্র শীল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ন চাকমা, আইসিডিডিআরবির ফিল্ড রিসার্চ
সুপারভাইজার অমিত বণিক, ওসিসির ম্যানেজার সুব্রত সরকার। অন্যান্যদের মধ্যে গাইনী বিশেষজ্ঞ ডা: ডি ওয়াই লুনা, ডাঃ দেলোয়ার হোসাইন, নার্সিং সুপারভাইজার হেনা পারভীন, এফডবি¬উভি মনোয়ারা আক্তার মুন্নী, র্ব্যাক উপজেলা ম্যানেজার মো. কামরুজ্জামান, বিজিএসের কো-অর্ডিনেটর মো. মাসুম হোসেন, সিনিয়র ষ্টাফ নার্স কাজলী বড়–য়া, জান্নাতুন নেছা, ডেইজী চাকমা, প্রকৃতি চাকমাসহ হাসপাতালের অন্যান্য ষ্টাফ, নার্সসহ বিভিন্ন এনজিও কর্মীগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।