নতুন ছবিতে নতুন নায়িকা চান আমির !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বলিউডের সুপারস্টার আমিরের ছবি মানেই অন্য একটা ব্যাপার। কিছু একটা ব্যতিক্রমী দিক থাকবে। হয়ত এই কারণে আমির খানকে ‘‌মিস্টার পারফেকশনিস্ট’‌ বলা হয়। তার সম্পর্কে নতুন একটি জল্পনা বাজারে ছড়িয়েছে। তিনি এক নায়িকার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে আগ্রহী নন। অল্প ছবি করবেন, কিন্তু প্রতি ছবিতে তার উল্টোদিকে থাকবেন নতুন কোন নায়িকা। আমির নিজে অবশ্য সরকারিভাবে এমনটা দাবি করেননি। করার কথাও নয়। তবে বলিউড সূত্রের দাবি, প্রযোজক–‌পরিচালকদের তিনি এমনই শর্ত দিয়েছেন।

‘দঙ্গল’ সাড়া জাগানোর পর তার পরবর্তী ছবি ঠগস অফ হিন্দুস্তান। এই ছবিতে নায়িকা হিসেবে প্রথমে বাছা হয়েছিল অানুশকা শর্মাকে। কিন্তু সূত্রের দাবি, আমির রাজি হননি। তিনি বলেছেন, অনুশকার সঙ্গে পিকে ছবিতে কাজ করেছেন। তাই আর করতে রাজি নন। আমিরের সাম্প্রতিক ছবিগুলি যদি দেখা যায়, প্রতি ছবিতেই আলাদা নায়িকাদের সঙ্গে কাজ করেছেন। ধুম থ্রিতে ছিলেন ক্যাটরিনা, পিকেতে অনুশকা, দঙ্গল–‌এ সাক্ষী তনওয়ার। নতুন ছবির জন্য আমিরের পছন্দ আলিয়া ভাট। আমিরের ঘনিষ্টমহলের দাবি, নির্দিষ্ট কারও সঙ্গে জুটি চাইছেন না আমির। নায়িকা যদি পরিচিত নাও হন, সেক্ষেত্রে ছোট পর্দা থেকেও নায়িকা বাছাই করতে পারেন। কিন্তু এক নায়িকার সঙ্গে আর দ্বিতীয়বার কাজ করতে চান না। সূত্র: আজকাল।

ট্যাগস :

নতুন ছবিতে নতুন নায়িকা চান আমির !

আপডেট সময় : ০৪:২৯:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

বলিউডের সুপারস্টার আমিরের ছবি মানেই অন্য একটা ব্যাপার। কিছু একটা ব্যতিক্রমী দিক থাকবে। হয়ত এই কারণে আমির খানকে ‘‌মিস্টার পারফেকশনিস্ট’‌ বলা হয়। তার সম্পর্কে নতুন একটি জল্পনা বাজারে ছড়িয়েছে। তিনি এক নায়িকার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে আগ্রহী নন। অল্প ছবি করবেন, কিন্তু প্রতি ছবিতে তার উল্টোদিকে থাকবেন নতুন কোন নায়িকা। আমির নিজে অবশ্য সরকারিভাবে এমনটা দাবি করেননি। করার কথাও নয়। তবে বলিউড সূত্রের দাবি, প্রযোজক–‌পরিচালকদের তিনি এমনই শর্ত দিয়েছেন।

‘দঙ্গল’ সাড়া জাগানোর পর তার পরবর্তী ছবি ঠগস অফ হিন্দুস্তান। এই ছবিতে নায়িকা হিসেবে প্রথমে বাছা হয়েছিল অানুশকা শর্মাকে। কিন্তু সূত্রের দাবি, আমির রাজি হননি। তিনি বলেছেন, অনুশকার সঙ্গে পিকে ছবিতে কাজ করেছেন। তাই আর করতে রাজি নন। আমিরের সাম্প্রতিক ছবিগুলি যদি দেখা যায়, প্রতি ছবিতেই আলাদা নায়িকাদের সঙ্গে কাজ করেছেন। ধুম থ্রিতে ছিলেন ক্যাটরিনা, পিকেতে অনুশকা, দঙ্গল–‌এ সাক্ষী তনওয়ার। নতুন ছবির জন্য আমিরের পছন্দ আলিয়া ভাট। আমিরের ঘনিষ্টমহলের দাবি, নির্দিষ্ট কারও সঙ্গে জুটি চাইছেন না আমির। নায়িকা যদি পরিচিত নাও হন, সেক্ষেত্রে ছোট পর্দা থেকেও নায়িকা বাছাই করতে পারেন। কিন্তু এক নায়িকার সঙ্গে আর দ্বিতীয়বার কাজ করতে চান না। সূত্র: আজকাল।