শিরোনাম :
Logo ইবিতে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা Logo স্বাস্থ্যসচেতন সমাজ গড়তে খুবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগ ‘আলোর আঁচল’ Logo সাঘাটায় থানায় এএসআইকে ছুরিকাঘাতকারী যুবকের পুকুর থেকে মরদেহ উদ্ধার Logo ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেল ৩৮ মেধাবী শিক্ষার্থী Logo শহিদ ক্যাডেট একাডেমিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পরিচালক ও শিক্ষক বিরুদ্ধে মামলা Logo কচুয়ার সাচারে মাদক বিরোধী গণমিছিল, মাদকমুক্ত সমাজ চান সচেতন মহল Logo বনানী থানা শ্রমিক পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত: নুরুজ্জামান হীরা Logo মুজিববাদের অপতৎপরতা’র প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo ইবিতে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা Logo ইবিতে হঠাৎ বেড়েছে সাপের উপদ্রব, ঝুকিতে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ মাদ্রাসার উদ্যোগে সড়কদ্বীপে পেঁপে চাষ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৩:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের ফোরলেন সড়কের আইল্যান্ডে পেঁপে চাষ করে নজির স্থাপন করেছে স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠা এই সবুজ পেঁপে বাগান এখন সৌন্দর্য ও স্বনির্ভরতার নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জানা যায়, শহরের কাঠেরপুল এলাকায় রহমতগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার সামনে এই বাগানটি গড়ে তোলা হয়েছে। প্রায় এক কিলোমিটার জুড়ে থাকা ফোরলেন সড়কের মাঝের আইল্যান্ডে দুই শতাধিক পেঁপে গাছ রোপণ করা হয়েছে প্রায় দুই মাস আগে।

মসজিদ ও কবরস্থানের খাদেম হাজী আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা এ আইল্যান্ডে সৌন্দর্য বাড়াতে এবং ছাত্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অনুমতি এবং তিনটি প্রতিষ্ঠানের যৌথ সিদ্ধান্তে গড়ে তোলা হয়েছে এ পেঁপে বাগান।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিতে পেঁপে চাষ করা হচ্ছে। বাগানটি নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই গাছে ফল ধরবে বলে আশা করছি। এখানকার ফল মাদ্রাসার তিন শতাধিক ছাত্রের খোরাক যোগাবে।
মাদ্রাসার শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, এই পেঁপে বাগানকে রক্ষা করতে শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কাজ করছে। ভবিষ্যতে এই আইল্যান্ডে অন্যান্য সবজি চাষের পরিকল্পনাও রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল জব্বার মো. আহসান শহীদ সরকার বলেন, ফোরলেন আইল্যান্ডে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। যদি তারা পরামর্শ বা প্রযুক্তিগত সহায়তা চান। আমরা সাধ্যমতো সহযোগিতা করব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

সিরাজগঞ্জ মাদ্রাসার উদ্যোগে সড়কদ্বীপে পেঁপে চাষ

আপডেট সময় : ০৬:০৩:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের ফোরলেন সড়কের আইল্যান্ডে পেঁপে চাষ করে নজির স্থাপন করেছে স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠা এই সবুজ পেঁপে বাগান এখন সৌন্দর্য ও স্বনির্ভরতার নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জানা যায়, শহরের কাঠেরপুল এলাকায় রহমতগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান, মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার সামনে এই বাগানটি গড়ে তোলা হয়েছে। প্রায় এক কিলোমিটার জুড়ে থাকা ফোরলেন সড়কের মাঝের আইল্যান্ডে দুই শতাধিক পেঁপে গাছ রোপণ করা হয়েছে প্রায় দুই মাস আগে।

মসজিদ ও কবরস্থানের খাদেম হাজী আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা এ আইল্যান্ডে সৌন্দর্য বাড়াতে এবং ছাত্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের অনুমতি এবং তিনটি প্রতিষ্ঠানের যৌথ সিদ্ধান্তে গড়ে তোলা হয়েছে এ পেঁপে বাগান।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিতে পেঁপে চাষ করা হচ্ছে। বাগানটি নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই গাছে ফল ধরবে বলে আশা করছি। এখানকার ফল মাদ্রাসার তিন শতাধিক ছাত্রের খোরাক যোগাবে।
মাদ্রাসার শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, এই পেঁপে বাগানকে রক্ষা করতে শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কাজ করছে। ভবিষ্যতে এই আইল্যান্ডে অন্যান্য সবজি চাষের পরিকল্পনাও রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল জব্বার মো. আহসান শহীদ সরকার বলেন, ফোরলেন আইল্যান্ডে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। যদি তারা পরামর্শ বা প্রযুক্তিগত সহায়তা চান। আমরা সাধ্যমতো সহযোগিতা করব।