শিরোনাম :
Logo হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী Logo ফুটপাতে ভাত বিক্রেতা ভাইরাল চাঁদপুরের মিজানের সম্পত্তি ফিরে পেতে মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল Logo খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক Logo চর্যাপদ সাহিত্য একাডেমি ও ইয়ূথ ফোরামের উদ্যোগে কবর’ কবিতার শতবর্ষ উদযাপন Logo ইবির সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo একটি চলাচলের রাস্তা বদলে দিতে পারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন,  শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের দাবি Logo সিরাজগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারে ডিলারশীপ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ Logo খুবিতে চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস চ্যাম্পিয়ন যবিপ্রবি Logo রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু

ইবির সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামী শাসনামলে বিরোধী মতের দমন-পীড়ন, শিক্ষার্থীদের হয়রানি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (২৪ আগস্ট) বেলা ১টা ৪০ মিনিটে ঐতিহাসিক জিয়া মোড়ে সমবেত হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি সহ শতাধিক শিক্ষার্থী। মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, ‘আল্লাহু আকবার’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’, ‘আওয়ামীলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মাহবুবের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গী’, ‘প্রক্টর মাহবুবের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মাহবুবের বহিষ্কার করতে হবে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে সংঘটিত নানা মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মতের ওপর দমন-পীড়ন, সাজানো ক্রসফায়ার, এবং তথাকথিত জঙ্গি নাটকে সাবেক প্রক্টর মাহবুব দীর্ঘদিন যাবৎ সহযোগী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, শিক্ষার্থীদের হয়রানি ও স্বাধীন মত প্রকাশে বাধা দেয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে তোলা হয়।
শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “গত শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে। সাবেক প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিয়েছেন। নিজের স্বার্থে কোনো কাজ বাকি রাখেননি। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, যদি সামর্থ্য থাকে, তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে চলে যান। সন্ত্রাসী মাহবুবের বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনিরাপদ।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ইকসু) চালু করুন। শিক্ষার্থীরা দাবি করছে, ইকসু আন্দোলন করলে দিবেন নাকি শান্তিপূর্ণভাবে দিবেন, সেই সিদ্ধান্ত আপনারাই নিন। আমার ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত তদন্ত করুন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। ক্যাম্পাস ডিজিটালাইজেশন, সব প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা করুন। শতভাগ আবাসিকতা নিশ্চিত করে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিন। প্রক্টর মাহবুবকে দ্রুত বহিষ্কার করুন এবং শিক্ষার্থীদের নিপীড়নকারী এমন শিক্ষকদের চিহ্নিত করুন, নইলে আমরাই তাদের খুঁজে বের করবো।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাতপাখা বিজয়ী হলে জনগনের বাজেটের  টাকা জনগণের উন্নয়নে খরচ হবে – মানসুর আহমদ সাকী

ইবির সাবেক প্রক্টরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৫৮:০০ অপরাহ্ণ, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামী শাসনামলে বিরোধী মতের দমন-পীড়ন, শিক্ষার্থীদের হয়রানি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (২৪ আগস্ট) বেলা ১টা ৪০ মিনিটে ঐতিহাসিক জিয়া মোড়ে সমবেত হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি সহ শতাধিক শিক্ষার্থী। মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, ‘আল্লাহু আকবার’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’, ‘আওয়ামীলীগের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মাহবুবের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গী’, ‘প্রক্টর মাহবুবের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘মাহবুবের বহিষ্কার করতে হবে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আওয়ামী শাসনামলে সংঘটিত নানা মানবাধিকার লঙ্ঘন, বিরোধী মতের ওপর দমন-পীড়ন, সাজানো ক্রসফায়ার, এবং তথাকথিত জঙ্গি নাটকে সাবেক প্রক্টর মাহবুব দীর্ঘদিন যাবৎ সহযোগী ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, শিক্ষার্থীদের হয়রানি ও স্বাধীন মত প্রকাশে বাধা দেয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে তোলা হয়।
শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “গত শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে। সাবেক প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিয়েছেন। নিজের স্বার্থে কোনো কাজ বাকি রাখেননি। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, যদি সামর্থ্য থাকে, তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, নইলে চলে যান। সন্ত্রাসী মাহবুবের বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনিরাপদ।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ইকসু) চালু করুন। শিক্ষার্থীরা দাবি করছে, ইকসু আন্দোলন করলে দিবেন নাকি শান্তিপূর্ণভাবে দিবেন, সেই সিদ্ধান্ত আপনারাই নিন। আমার ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত তদন্ত করুন এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। ক্যাম্পাস ডিজিটালাইজেশন, সব প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা করুন। শতভাগ আবাসিকতা নিশ্চিত করে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিন। প্রক্টর মাহবুবকে দ্রুত বহিষ্কার করুন এবং শিক্ষার্থীদের নিপীড়নকারী এমন শিক্ষকদের চিহ্নিত করুন, নইলে আমরাই তাদের খুঁজে বের করবো।”