নরসিংদীর মনোহরদী বেলাব’র কৃতি সন্তান জনাব শাহাদত হোসেন বিপ্লব।
যিনি একাধারে লেখক গবেষক ও বিচক্ষণ তরুণ রাজনীতিক।
ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে লেখাপড়া শেষ করেছেন।
ছাত্র জীবনে পরিছন্ন তুখোর ছাত্র নেতা হিসেবে নাম যশ কুঁড়িয়েছেন।
বর্তমানে তিনি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত প্রিয় ভাজন এই তরুণ নেতা কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
শাহাদত হোসেন বিপ্লব সত্যিকার অর্থে একজন প্রকৃত নেতার বৈশিষ্টে অনন্য সর্বক্ষণ।
তিনি দীর্ঘ দিন থেকে তার এলাকা মনোহরদী বেলাব’র মানুষের পাশে নিরলস দাঁড়িয়ে আছেন।
এলাকার খাল, নালা, ডোবা, পরিস্কার। পথ ঘাট বাজার সহ নিরন্ন জনপদের সব ধরনের উন্নয়ন, সমস্যা সমাধানে সর্বক্ষণ তার কর্ম তৎপরতা চোখে পরার মত।
বিশেষ করে এলাকার সুবিধাবঞ্চিত কৃষকের পাশে তিনি বিরতীহীন জড়িয়ে থাকেন মা মাটি মানুষের মমতায়।
আর সে কারনে মনোহরদী বেলাব’র মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন একজন অপরিহার্য জননেতা। পারিবারিক, প্রশাসনিক, রাজনৈতিক যে কোন সমস্যার সমাধান মানে নেতা বিপ্লব ভাই।
সর্বদা সদালাপী বিনয়ী পরোপকারী এই মানুষটির বর্তমান ছুটে চলা কেবল মানুষের জন্যেই।
এমন একজন মানুষকে এলাকার জনগণের মৌলিক দাবি আদায় তথা তাদের পক্ষে সংসদে কথা বলবার নেতা হিসেবে নির্বাচন করা এখন সময়ের দাবি মাত্র।
এবার ইলেকশন হবে তারুণ্যের জয়জয়কার।
আর সে সারিতে বিপ্লব ভাইকে আমরা হাস্যজ্জল দেখবো এটাই আমাদের মনোহরদী বেলাব মানুষের প্রাথনা ও প্রত্যাশা।