ফরহাদ হোসাইন ,কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনা, ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার): খুলনার কয়রা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী স্যারের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় কয়রার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা ও সামাজিক বৈষম্য নিরসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল আল গালিব, মুখপাত্র আশিকুল ইসলাম জীবন, মুখ্য সংগঠক ইমদাদুল হক টিটু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম কিরন সহ আর ও অনেকে।
ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকী স্যার সংগঠনের প্রতিনিধিদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “তরুণ প্রজন্মের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ একটি সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি ভবিষ্যতে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে এই ধরনের যুব নেতৃত্বকে পাশে থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ইউএনও স্যারের দক্ষ নেতৃত্বে কয়রা উপজেলায় একটি বৈষম্যহীন, উন্নয়নবান্ধব ও প্রগতিশীল প্রশাসনিক পরিবেশ গড়ে উঠবে।