রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, আমরা উত্তরায় মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ভীষণ মর্মাহত।
তারেক রহমান বলেন, কোনো শিক্ষার্থী যেন প্রতিষ্ঠানে পড়তে এসে এরূপ ভয়াবহতার মুখোমুখি না হয়। এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে এ পরিস্থিতি আমাদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে।