বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা প্রচারে চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নুরুল আজাদ কলেজ মিলনায়তনে কাদলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে উপস্থিত সকলের মাঝে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের শীর্ষক আলোচনা সভা করা হয়।
সভায় বক্তারা বলেন,দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও অর্থনীতি আজ ভেঙে পড়েছে।জনগণের অধিকার নিশ্চিত ও রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়নই দেশের ভবিষ্যৎ রক্ষার একমাত্র পথ। ইউনিয়ন পর্যায় থেকেই সাধারণ জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে হবে।
কাদলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুল হক তফাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমদাদুল হক মিলনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ স্বপন, জেলা যুবদলের সদস্য সেলিম মাসুদ প্রধান,ইসমাইল হোসেন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কাউছার আহমেদ,শরীফ মজুমদার,হান্নান প্রধান,শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, সদস্য সচিব এডভোকেট মাসুদ প্রধানীয়াসহ আরো অনেকে।