শিরোনাম :
Logo আজকের নামাজের সময়সূচি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা করতে চায় সরকার Logo চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা Logo জবিতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা সমঝোতার চেষ্টা শাখা ছাত্রদলের, দফায় দফায় বৈঠক Logo তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা Logo যুব সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ না থাকায় আজ যুব সমাজ অধপতনে নিমর্জিত ……..কে. এম ইয়াসিন রাশেদসানী Logo কচুয়ার কাদলা ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo ‘পঞ্চায়েত’ আমার জীবন বদলে দিয়েছে Logo ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প Logo সারাদেশে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি

গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী শাখা ছাত্রদল।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার; রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার; স্বৈরাচার গেছে যেই পথে, রাজাকার যাবে সেই পথে; একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান ইত্যাদি স্লোগান দেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা চেয়েছিলাম ৫ আগস্টের পর একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকারের দোসর এবং স্বাধীনতাবিরোধী শক্তি মিলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। পাকিস্তানি চক্র ও বটচক্র দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালাগালি করছে। তাদের আসল ঠিকানা বাংলাদেশ নয়, বরং দিল্লি ও পাকিস্তান।’

তিনি আরো বলেন, “গুপ্ত সংগঠনের ছায়াতলে থেকে যারা এই মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন, তাদের সতর্ক করে বলে দিতে চাই—এভাবে আড়ালে থেকে অপকর্ম না করে সামনে আসুন। দেখি আপনাদের কতটুকু সাহস ও শক্তি আছে। বিশ্ববিদ্যালয় বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি

গোপন ষড়যন্ত্রের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৫:০১:২৪ অপরাহ্ণ, সোমবার, ১৪ জুলাই ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী শাখা ছাত্রদল।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো; জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়; দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার; রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার; স্বৈরাচার গেছে যেই পথে, রাজাকার যাবে সেই পথে; একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; বাংলাদেশের অপর নাম, জিয়াউর রহমান ইত্যাদি স্লোগান দেন।

এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আমরা চেয়েছিলাম ৫ আগস্টের পর একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু বর্তমান সরকারের দোসর এবং স্বাধীনতাবিরোধী শক্তি মিলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। পাকিস্তানি চক্র ও বটচক্র দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালাগালি করছে। তাদের আসল ঠিকানা বাংলাদেশ নয়, বরং দিল্লি ও পাকিস্তান।’

তিনি আরো বলেন, “গুপ্ত সংগঠনের ছায়াতলে থেকে যারা এই মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন, তাদের সতর্ক করে বলে দিতে চাই—এভাবে আড়ালে থেকে অপকর্ম না করে সামনে আসুন। দেখি আপনাদের কতটুকু সাহস ও শক্তি আছে। বিশ্ববিদ্যালয় বা সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।