রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

২০২১ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ

নিউজ ডেস্ক:

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট শিশু বাজেট পেলে ২০২১ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ করা সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফার্মগেটে একটি দৈনিকের কনফারেন্স হলে ‘ডোমেস্টিক ওয়ারর্কার্স প্রটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার পলিসি-২০১৫ বাস্তবায়ন’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশ ও সমাজের দারিদ্র্যতা দূর করতে পারলে এবং সুপরিকল্পিত শিশু বাজেট থাকলে দেশে শিশুশ্রম রোধ বা বন্ধ করা যাবে। এটি বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ২০২১ সালে এর ফলাফল দেখতে পারবেন।

সবার সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, সঠিক আইন প্রণয়ন, নাগরিক ঐক্যমত ও মিডিয়ার সহযোগিতা পেলে দেশের দারিদ্র্যতা দূর করার সঙ্গে সঙ্গে শিশুশ্রম রোধ করা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শ্রমজীবী শিশুদের শুভেচ্ছা দূত এনামুল হক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular