বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা

চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার শিশু বিদ্যানিকেতন মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কৃর্তক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এসব সনদ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহ দিতে দেওয়া হয় বিশেষ সনদপত্র। আলোচনা সভায় শিক্ষার গুরুত্ব, নৈতিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।

তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সভাপতি মোতালেব মোল্লা সভাপতিত্বে ও শিক্ষক সাকিব আল হাসান জুয়েলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সুলতান আহমেদ,প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক,ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ,বিশিষ্ট সমাজসেবক ওয়ালী উল্যাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার আলো প্রতিটি শিশুর ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। শুধু বিদ্যালয় নয়, পরিবার থেকেই শুরু হওয়া উচিত নৈতিক ও মানবিক শিক্ষার চর্চা। এজন্য অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় তারা আরো বলেন, বর্তমানে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে শুধু শিক্ষক নন, অভিভাবকরাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বই-পুস্তকের বাইরেও শিশুদের সময়মতো বিদ্যালয়ে পাঠানো, পড়ালেখায় সহায়তা করা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অভিভাবকদের করণীয়। তাছাড়া শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের পাশাপাশি পারিবারিক পরিবেশ, সামাজিক অনুশাসন ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিয়েও সচেতনতা বৃদ্ধি জরুরি।
এসময় বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর প্রধান,আলমগীর হোসেন,স্কুল পরিচালক মহসিন প্রধান,লিটন প্রধান ও আব্দুর রহমান সহ অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে উপজেলা কিন্ডার গার্টেন ও বাংলাদেশ কিন্ডার গার্টে এসোসিয়শন সহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। বাংলাদেশ কিন্ডার গার্টে এসোসিয়শন থেকে ১৭জন বৃত্তি ও কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে ১৬জন বৃত্তি লাভ করেন। তাছাড়া ওই বিদ্যালয়ে দক্ষ ১৪জন শিক্ষক ও ৪জন অভিজ্ঞ পরিচালক দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে ওই স্কুলে ২৯২জন কোমলমতি শিক্ষার্থী রয়েছেন। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে সকলের সাবির্ক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি: কচুয়া তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

কচুয়ার তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৪২:১৭ অপরাহ্ণ, সোমবার, ১৪ জুলাই ২০২৫

চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম বিদ্যাপীঠ তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার শিশু বিদ্যানিকেতন মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কৃর্তক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এসব সনদ বিতরণ করা হয়। শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহ দিতে দেওয়া হয় বিশেষ সনদপত্র। আলোচনা সভায় শিক্ষার গুরুত্ব, নৈতিকতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।

তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের সভাপতি মোতালেব মোল্লা সভাপতিত্বে ও শিক্ষক সাকিব আল হাসান জুয়েলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সুলতান আহমেদ,প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক,ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ,বিশিষ্ট সমাজসেবক ওয়ালী উল্যাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষার আলো প্রতিটি শিশুর ভবিষ্যৎ গড়ার হাতিয়ার। শুধু বিদ্যালয় নয়, পরিবার থেকেই শুরু হওয়া উচিত নৈতিক ও মানবিক শিক্ষার চর্চা। এজন্য অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় তারা আরো বলেন, বর্তমানে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে শুধু শিক্ষক নন, অভিভাবকরাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বই-পুস্তকের বাইরেও শিশুদের সময়মতো বিদ্যালয়ে পাঠানো, পড়ালেখায় সহায়তা করা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অভিভাবকদের করণীয়। তাছাড়া শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের পাশাপাশি পারিবারিক পরিবেশ, সামাজিক অনুশাসন ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিয়েও সচেতনতা বৃদ্ধি জরুরি।
এসময় বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর প্রধান,আলমগীর হোসেন,স্কুল পরিচালক মহসিন প্রধান,লিটন প্রধান ও আব্দুর রহমান সহ অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে উপজেলা কিন্ডার গার্টেন ও বাংলাদেশ কিন্ডার গার্টে এসোসিয়শন সহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আসছে। বাংলাদেশ কিন্ডার গার্টে এসোসিয়শন থেকে ১৭জন বৃত্তি ও কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে ১৬জন বৃত্তি লাভ করেন। তাছাড়া ওই বিদ্যালয়ে দক্ষ ১৪জন শিক্ষক ও ৪জন অভিজ্ঞ পরিচালক দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমানে ওই স্কুলে ২৯২জন কোমলমতি শিক্ষার্থী রয়েছেন। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে সকলের সাবির্ক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি: কচুয়া তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।