সিরাজদিখানে প্রবাসী যুবক কে কুপিয়ে হত্যার চেষ্টা; ছিনিয়ে নিয়েছে টাকা স্বর্ণালংকার।

0
5

সিরাজদিখান প্রতিনিধিঃ

সিরাজদিখানে প্রবাসী হাবিবউল্লাহ নামের এক যুবক কে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৮ ডিসেম্বর) রাত অনুমান ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত প্রবাসী হাবিবউল্লাহ নতুন ভাসানচর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নতুন ভাসানচর গ্রামের বেপারী বাড়ির সাথে মীর বাড়ির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জেরে এই হামলা হয়েছে। আহত ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। এ বিষয়ে আহত হাবিবউল্লাহ স্বজনরা জানান বুধবার (১৮ ডিসেম্বর) রাত অনুমান ৮ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যুগে বাজারে যাচ্ছিলেন বেপারী বাড়ির সামনে গেলে তাকে হামলা করা হয়।

হামলায় গুরুতর আহত হলে তার সাথে থাকা টাকা, স্বর্ণেরচেইন, মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। এ ঘটনার কথা শুনে সিরাজদিখান থানা থেকে পুলিশ আসছিল মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) জানান, ঘটনা জেনে সকালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।