স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান ১১০ বোতল ফেনসিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীক আটক করেছে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হদা উপজেলার ঝাজাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের মেয়ে মোছাঃ সাইরা বেগম (২৫) ও একই গ্রামের ছমির উদ্দীনের স্ত্রী মাজেদা বেগম (৫০)।
শনিবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এ এস আই আবুল বাসার সংঙ্গী ফোর্স নিয়ে সাধুহাটি নামক স্থানে একটি যাত্রী বাহী বাসে তল্লাসী এদের গ্রফতার করেন। পুলিশ জানিায় তারা দির্ঘ দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।