কেউ ভাঙতে পারবে না অক্ষয়ের রেকর্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪২:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক;

বলিউডে জনপ্রিয় নায়কের অভাব নেই। তারপরও বলা যায়-অক্ষয় কুমারের রেকর্ড কেউই ভাঙতে পারবেন না! ২০১৬’য় অক্ষয় কুমার এমন কাণ্ডই ঘটিয়েছেন যা এখনও পর্যন্ত বলিউডের ইতিহাসে কেউ করতে পারেননি। একই বছরে তিন-তিনবার ১০০ কোটির ঘরে ব্যবসা!

এই বছরে শুরু থেকে শেষের একটু আগে পর্যন্তও তিন ছবি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের। ‘এয়ারলিফট’, ‘হাউসফুল ৩’ আর ‘রুস্তম’। তিন ছবিই ভাল ব্যবসা করে ঢুকে পড়েছে বক্স অফিসে ১০০ কোটির ঘরে।

‘হাউসফুল ৩’ একটু টেনেটুনে হলেও! সেখানে অক্ষয় মাত দিয়েছেন বলিউডের সব নায়ককে। এরকম বছরে তিনবার ১০০ কোটির ঘরে ঢুকে হ্যাটট্রিক করতে পারার উদাহরণ আর কারও ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেউ ভাঙতে পারবে না অক্ষয়ের রেকর্ড !

আপডেট সময় : ০৩:৪২:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক;

বলিউডে জনপ্রিয় নায়কের অভাব নেই। তারপরও বলা যায়-অক্ষয় কুমারের রেকর্ড কেউই ভাঙতে পারবেন না! ২০১৬’য় অক্ষয় কুমার এমন কাণ্ডই ঘটিয়েছেন যা এখনও পর্যন্ত বলিউডের ইতিহাসে কেউ করতে পারেননি। একই বছরে তিন-তিনবার ১০০ কোটির ঘরে ব্যবসা!

এই বছরে শুরু থেকে শেষের একটু আগে পর্যন্তও তিন ছবি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের। ‘এয়ারলিফট’, ‘হাউসফুল ৩’ আর ‘রুস্তম’। তিন ছবিই ভাল ব্যবসা করে ঢুকে পড়েছে বক্স অফিসে ১০০ কোটির ঘরে।

‘হাউসফুল ৩’ একটু টেনেটুনে হলেও! সেখানে অক্ষয় মাত দিয়েছেন বলিউডের সব নায়ককে। এরকম বছরে তিনবার ১০০ কোটির ঘরে ঢুকে হ্যাটট্রিক করতে পারার উদাহরণ আর কারও ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না!