পঞ্চগড়ের এসএসসি পরিক্ষার্থীদের উৎসাহ যোগাতে ব্যাতিক্রমী কাজ করছেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক, ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
আসন্ন এসএসসি পরিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজ নিচ্ছেন জনতার নেতা ফরহাদ হোসেন আজাদ। একই সাথে কলম সহ শিক্ষা উপকরণ উপহার হিসেবে দিচ্ছেন।
বুধবার (৯ এপ্রিল) রাতে বোদা সদর ইউনিয়নে ফরহাদ হোসেন আজাদের নির্দেশক্রমে এসএসসি পরিক্ষার্থীদের বাড়িতে যায় সদর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। তাদের পড়াশোনার খোঁজখবর নেন, পাশাপাশি
অভিভাবকদের সাথেও তারা কথা বলেন। এসময় তাদের সাথে স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতার এমন উদ্যোগে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বিএনপির এ নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট আ’লীগ ক্ষমতা চিরস্থায়ী করতে শিক্ষার্থীদের হাতে বই খাতা কলমের পরিবর্তে মাদক ও অস্ত্র তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়েছিলো। পরীক্ষা নীতি তুলে দিয়ে, অটোপাশ করিয়ে শিক্ষাব্যবস্থা কে ধ্বংস করে দিয়েছেন। এই নীতির পরিবর্তন ঘটানোর জন্যই এ ব্যতিক্রমী উদ্যোগ।
তিনি সারাদেশের বিএনপি নেতাকর্মীদের সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর এবং শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানেরা স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা তার খোঁজখবর নিতে হবে। শুধু টাকা জমিয়ে সম্পদ নয়! সন্তানকে সম্পদে পরিণত করতে হবে। সাথে সন্তানদের সঠিক যত্ন নেওয়ারও পরামর্শ দেন এ নেতা।