শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা-সন্ত্রাসী সংঘর্ষে নিহত ১৯

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে, একই সঙ্গে প্রাণ হারিয়েছেন চার পাকিস্তানি সেনা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে সেনাবাহিনী প্রথম অভিযান পরিচালনা করে। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নেতা ছিলেন। তারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমে যুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে দাবি করা হয়েছে।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। সেখানে আরও ছয় সন্ত্রাসীকে হত্যা করে সেনাবাহিনী। অভিযানে লড়াই চলাকালীন ২১ বছর বয়সী লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ শহীদ হন। এ সময় নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) ও সিপাহী হিমত খান (২৯) প্রাণ হারান।

আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সন্ত্রাস দমনে স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর এবং এ ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও দৃঢ় করছে বলে জানানো হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাবাহিনীর সফল অভিযান ও সেনাদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।

রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “জাতি সর্বদা বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ রাখবে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে জাতি সেনাবাহিনীর পাশে আছে। আমরা কখনোই সন্ত্রাসীদের উদ্দেশ্য সফল হতে দেব না।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা-সন্ত্রাসী সংঘর্ষে নিহত ১৯

আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ণ, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে, একই সঙ্গে প্রাণ হারিয়েছেন চার পাকিস্তানি সেনা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে সেনাবাহিনী প্রথম অভিযান পরিচালনা করে। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নেতা ছিলেন। তারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমে যুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে দাবি করা হয়েছে।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। সেখানে আরও ছয় সন্ত্রাসীকে হত্যা করে সেনাবাহিনী। অভিযানে লড়াই চলাকালীন ২১ বছর বয়সী লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ শহীদ হন। এ সময় নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) ও সিপাহী হিমত খান (২৯) প্রাণ হারান।

আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সন্ত্রাস দমনে স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর এবং এ ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও দৃঢ় করছে বলে জানানো হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাবাহিনীর সফল অভিযান ও সেনাদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।

রাষ্ট্রপতি এক বিবৃতিতে বলেন, “জাতি সর্বদা বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ রাখবে এবং সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে জাতি সেনাবাহিনীর পাশে আছে। আমরা কখনোই সন্ত্রাসীদের উদ্দেশ্য সফল হতে দেব না।”