আইএসপিআরের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে সেনাবাহিনী প্রথম অভিযান পরিচালনা করে। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নেতা ছিলেন। তারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমে যুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলে দাবি করা হয়েছে।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। সেখানে আরও ছয় সন্ত্রাসীকে হত্যা করে সেনাবাহিনী। অভিযানে লড়াই চলাকালীন ২১ বছর বয়সী লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ শহীদ হন। এ সময় নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) ও সিপাহী হিমত খান (২৯) প্রাণ হারান।
আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সন্ত্রাস দমনে স্যানিটাইজেশন অপারেশন চালানো হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর এবং এ ধরনের আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও দৃঢ় করছে বলে জানানো হয়।