বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘দেশে ৭০০-৮০০ আয়নাঘর আছে, সব খুঁজে বের করা হবে’

আওয়ামী লীগের যারা গুম, খুন ও আয়নাঘরের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিচার হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, সারাদেশে আনুমানিক ৮০০ এর বেশি আয়নাঘর রয়েছে। বাংলাদেশে যতো আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে।

প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দুই দিনের সফরে আজ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন বলেন জানান তিনি। এদিন আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বীভৎস দৃশ্য। নৃশংস জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি মনে হয়, অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছেন, তাঁরাও আমাদের সমাজেই আছেন। তাঁদের মুখ থেকে শুনলাম। কী হয়েছে, কোনো ব্যাখ্যা নেই।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular