বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে মোদির সাক্ষাৎ, ভিডিও দিলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্যারিসে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন। ফ্রান্সের এলিসি প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত এক নৈশভোজের সময় তাদের এই সাক্ষাৎ হয়।

নৈশভোজের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের সময় নরেন্দ্র মোদি জেডি ভ্যান্সকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, ওয়াশিংটনে আসন্ন সফরের আগে এটি ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনো নেতার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম আলাপ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দুই নেতার মধ্যে কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে প্রধানমন্ত্রী মোদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলাতে দেখা যায়।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এ ঘটনার ছবি শেয়ার করে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফ্রান্স থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী মোদির যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, দু’দিনের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। ১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর এই প্রথম দুই রাষ্ট্রপ্রধানের মুখোমুখি সাক্ষাৎ হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular