শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ

আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরাইলি সেনা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৭:৩২ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। অধিকৃত ভূখণ্ডটির নূর-শামস শরণার্থী শিবিরে ইহুদি বাহিনীর অভিযান চলাকালে ওই নারী প্রাণ হারান।

হামলায় নিহত ওই নারীর গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত ওই নারীর নাম সুন্দুস জামাল শালাবি (২৩)। হামলার পর ওই নারীর গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও স্বাস্থ্য কর্মকর্তারা সফল হতে পারেনি।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই নারীর স্বামীও গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দিকে ফিলিস্তিনে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, হতাহতের খবর প্রকাশ্যে এলে ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল টিমকে (শরণার্থী) শিবিরে প্রবেশ করতে বাধা দেয়।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার মোতায়েন করে। এ সময় তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।

ফিলিস্তিনে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বন্ধে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযান চলাকালে ভারী গুলিবর্ষণ ও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী 

আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরাইলি সেনা

আপডেট সময় : ০৭:২৭:৩২ অপরাহ্ণ, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। অধিকৃত ভূখণ্ডটির নূর-শামস শরণার্থী শিবিরে ইহুদি বাহিনীর অভিযান চলাকালে ওই নারী প্রাণ হারান।

হামলায় নিহত ওই নারীর গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত ওই নারীর নাম সুন্দুস জামাল শালাবি (২৩)। হামলার পর ওই নারীর গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও স্বাস্থ্য কর্মকর্তারা সফল হতে পারেনি।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই নারীর স্বামীও গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দিকে ফিলিস্তিনে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, হতাহতের খবর প্রকাশ্যে এলে ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল টিমকে (শরণার্থী) শিবিরে প্রবেশ করতে বাধা দেয়।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার মোতায়েন করে। এ সময় তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।

ফিলিস্তিনে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বন্ধে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়। অভিযান চলাকালে ভারী গুলিবর্ষণ ও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।