রাজধানীতে বৃষ্টির পানি কোথায় গিয়ে নামবে, এমন প্রশ্ন দীর্ঘদিনের। কারণ, ঢাকার খালগুলো হয়ে আছে বেদখল, ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। দশকের পর দশক ধরে, এমন পরিস্থিতি। সঙ্গে যোগ হয়েছে অনিয়ম আর দুর্নীতি।
খালগুলো দিয়ে নৌযান চালানো হলে, ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতিরঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয়ও হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর, খাল খনন-পুনরুদ্ধার ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে। নেয়া হয় ঢাকা শহরে খালকেন্দ্রীক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এবার সেই চিন্তা বাস্তবে রূপ দেয়ার যাত্রা শুরু হলো। উদ্বোধন হলো বাউনিয়া খাল খননের কাজ।
এছাড়া সামনের বর্ষার আগেই ঢাকা শহরের ৬টা খালের খনন কাজ শুরু হবে বলেও জানান তিনি। সৈয়দা রিজওয়ানা আরও বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, তবে এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। কাজটা শেষ করতে টাইম লাগবে, তবে আমরা শুরু করে দিচ্ছি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সকল সমস্যা এতো দ্রুত শেষ করা সম্ভব না, আমরা কিছু পরিকল্পনা দিয়ে যাচ্ছি। ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যা হবে শহরের জন্য রোল মডেল।