আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে এক বছরের মধ্যে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বুধবার কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, দরিদ্র জনগোষ্ঠীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে তারা ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই কার্ডের মালিক হবেন পরিবারের গৃহিণীরা। পাশাপাশি কৃষকদের জন্য থাকবে ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে তারা সার ও কৃষি উপকরণ পাবেন সুলভ মূল্যে।
নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিশেষ কোনো দলের পক্ষে ঝুঁকে নির্বাচনকে বানচাল করবেন না, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, প্রধান বক্তা ইবাদুল হক রুবায়েদ ও বিশেষ বক্তা নাদিমুজ্জামান জনি।
এছাড়া উপস্থিত ছিলেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপির সদস্য এম.এ. হাসান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।