সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা:
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নলতা সার্ভিস সেলে বীমাদাবীর মোট ২ লাখ ১৯ হাজার টাকার ৯টি চেক বীমাগ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১০টায় সাতক্ষীরার দেবহাটা থানার নলতা সার্ভিস সেলের একটি সভাকক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা অঞ্চলের মহাব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ কবিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নলতা সার্ভিস সেলের ইনচার্জ হাবিবুল্লাহ, কর্মকর্তা গৌর চন্দ্র ও আফরোজা খাতুন।
প্রধান অতিথি
পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন
বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স সর্বদা গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। নিয়মিত প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে বীমাগ্রাহকরা নিজেদের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন বলেও তারা মত প্রকাশ করেন।