শিরোনাম :
Logo চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে মাসব্যাপী খাবার পানি-স্যালাইন বিতরণ Logo চাঁদপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ Logo জাবি ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা হিরন Logo ফেসবুকে চাঁদপুরের ইলিশ বিক্রির বিজ্ঞাপন থেকে সাবধান, টাকা নিয়েই করে দিচ্ছে ব্লক Logo বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহকে আইইবি স্বীকৃতি প্রদানের দাবি Logo গজারিয়ার গুয়াগাছিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার,আটক ৩ Logo চুয়াডাঙ্গায় নিখোঁজের ৩ দিন ভুট্টা ক্ষেতে পড়েছিল আলমগীরের মরদেহ Logo জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ আটক ১ Logo বর্ণাঢ্য আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উদযাপন  Logo চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ কর্তৃক আয়োজিত “এডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট” বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। এসময় তিন শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ট্রাস্টি বোর্ডের আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এবং আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মোর্শেদ কাজেমের সার্বিক তত্ত্বাবধানে এটি আয়োজিত হয়।
জানা যায়, ২০২০ সালের ১৬ নভেম্বর চুক্তি স্বাক্ষরের পর কুমিল্লা জেলা সরকারি কৌশুলী (জি.পি) তপন বিহারী নাগ তার ট্রাস্টির নামে নিজস্ব চেম্বারে দশ লাখ টাকার চেক আইন বিভাগের তৎকালীন চেয়ারম্যান এর হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, এডভোকেট তপন বিহারী নাগ ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তপন বিহারী নাগ একজন মহান ব্যক্তিত্ব। এডভোকেট সাহেবের এই উদ্যোগকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করছি। পঁচে যাওয়া এই সমাজকে গড়ে তুলতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।
এডভোকেট তপন বিহারী নাগ বলেন, “আমি ছোটবেলা থেকেই একটি কথা ধারণ করি তা হলো ‘প্লেইন লিভিং হাই থিংকিং’। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিন বছর পরে হলেও আজকে আবার বৃত্তি প্রদান করা হচ্ছে। গত কয়েকবছরে আমি শ’খানেক চিঠি পাঠিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। আমি চাই এই শিক্ষার্থীরা যেন দেশের কল্যাণে কাজে লাগে সে প্রয়াস থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আইন বিভাগের মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকবো”।
সদস্য সচিব মু. আলী মোর্শেদ কাজেম বলেন, “এডভোকেট তপন বিহারী নাগ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি মেধাবীদেরকে মূল্যায়ন করতে এমন উদ্যোগ নেওয়ার জন্য। আমি বিভাগের দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীদেরকে তাদের প্রাপ্য অধিকার বৃত্তি প্রদানের জন্য ট্রাস্টি বোর্ডের স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করি। শিক্ষার্থীদের এই বৃত্তি নিয়মিত প্রদান করার চেষ্টা করবো”।
উল্লেখ্য, ট্রাস্টি পরিচালনার দায়িত্বে পদাধিকার বলে আহ্বায়ক হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সদস্য হিসেবে থাকবেন আইন বিভাগের ডিন ও চেয়ারম্যান এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগ ও তার অবর্তমানে উত্তরসূরির মধ্য থেকে একজন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে মাসব্যাপী খাবার পানি-স্যালাইন বিতরণ

তপন বিহারী ট্রাস্ট বৃত্তি পেলেন কুবির আইন বিভাগের শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগ কর্তৃক আয়োজিত “এডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট” বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়। এসময় তিন শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থীকে ৫০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে ট্রাস্টি বোর্ডের আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এবং আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মোর্শেদ কাজেমের সার্বিক তত্ত্বাবধানে এটি আয়োজিত হয়।
জানা যায়, ২০২০ সালের ১৬ নভেম্বর চুক্তি স্বাক্ষরের পর কুমিল্লা জেলা সরকারি কৌশুলী (জি.পি) তপন বিহারী নাগ তার ট্রাস্টির নামে নিজস্ব চেম্বারে দশ লাখ টাকার চেক আইন বিভাগের তৎকালীন চেয়ারম্যান এর হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, এডভোকেট তপন বিহারী নাগ ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “তপন বিহারী নাগ একজন মহান ব্যক্তিত্ব। এডভোকেট সাহেবের এই উদ্যোগকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করছি। পঁচে যাওয়া এই সমাজকে গড়ে তুলতে এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।
এডভোকেট তপন বিহারী নাগ বলেন, “আমি ছোটবেলা থেকেই একটি কথা ধারণ করি তা হলো ‘প্লেইন লিভিং হাই থিংকিং’। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিন বছর পরে হলেও আজকে আবার বৃত্তি প্রদান করা হচ্ছে। গত কয়েকবছরে আমি শ’খানেক চিঠি পাঠিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। আমি চাই এই শিক্ষার্থীরা যেন দেশের কল্যাণে কাজে লাগে সে প্রয়াস থেকেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আইন বিভাগের মাধ্যমে দুনিয়াতে বেঁচে থাকবো”।
সদস্য সচিব মু. আলী মোর্শেদ কাজেম বলেন, “এডভোকেট তপন বিহারী নাগ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি মেধাবীদেরকে মূল্যায়ন করতে এমন উদ্যোগ নেওয়ার জন্য। আমি বিভাগের দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীদেরকে তাদের প্রাপ্য অধিকার বৃত্তি প্রদানের জন্য ট্রাস্টি বোর্ডের স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ করি। শিক্ষার্থীদের এই বৃত্তি নিয়মিত প্রদান করার চেষ্টা করবো”।
উল্লেখ্য, ট্রাস্টি পরিচালনার দায়িত্বে পদাধিকার বলে আহ্বায়ক হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, সদস্য হিসেবে থাকবেন আইন বিভাগের ডিন ও চেয়ারম্যান এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগ ও তার অবর্তমানে উত্তরসূরির মধ্য থেকে একজন।