ভারতের আগ্রায় অবস্থিত ১৭ শতকের অমূল্য নিদর্শন তাজমহল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসে পাঠানো একটি ইমেইলে এ হুমকির বিষয়টি জানানো হয়।
হুমকির পরপরই তাজমহলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিব আহমদ পিটিআই সংবাদ সংস্থাকে জানান, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, কুকুর স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে তাজমহলে পাঠানো হয়েছিল। তবে কোনো সন্দেহজনক বস্তু বা চিহ্ন পাওয়া যায়নি।
উত্তরপ্রদেশ পর্যটনের উপপরিচালক দীপ্তি ভাতসা জানান, হুমকির ইমেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশ ও প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই)-কে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, হুমকিদাতার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে। নিরাপত্তার স্বার্থে তাজমহলের চারপাশে নজরদারি আরও বাড়ানো হয়েছে।