শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

গ্রাম পুলিশকে মারার অপরাধে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫১:২৬ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪
  • ৭৫৩ বার পড়া হয়েছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, সম্প্রদায়িতার উস্কানি, ক্যাডারদের লেলিয়ে দিয়ে গ্রাম পুলিশ উত্তম রায়ের উপর হামলা, মারধর লাঞ্ছিত করার প্রতিবাদে মোহনপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহিন এর অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট রবিবার দুপুর বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বীরগঞ্জ উপজেলা শাখা ও সর্বস্তরের জনগণের আয়োজনে বীরগঞ্জ থানা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশেরা মানববন্ধন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আমার সোনার বাংলায় দুর্নীতিবাজদের ঠাই নাই, গ্রাম পুলিশের উপর হামলা কেন, জবাব চাই, জবাব চাই, শাহিন চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবি তুলে নানা স্লোগান মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা পরিষদ এলাকা।

ঘণ্টা ব্যাপী মানববন্ধনে উপজেলা গ্রাম পুলিশ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: তহিদুল ইসলাম, সরদার নুরু মুহাম্মদ, মোঃ জমশের আলী। এ সময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরজ আলী, ইউপি সদস্য মো: ফেরদৌস আলী, ইউপি সদস্য মো: হামিদুল ইসলাম বারো জন ইউপি সদস্য সদস্যগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীদের ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে সেটা বর্তমান সময়ে একক খাওয়াকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট বিকালে গ্রামবাসীদের নিয়ে বিএনপি নেতাই ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরীর নেতৃত্বে একটি হামলার ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ শেষে চেয়ারম্যান শাহীন চৌধুরী জনতার সামনে গ্রাম পুলিশ উত্তম রায়কে বেদম পেটালে আহত হয়। পরে ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় উত্তম রায়কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরে গ্রাম পুলিশেরা উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর নিকট বিএনপি নেতা চেয়ারম্যান শাহিন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

 


নির্বাহী অফিসার ফজলে এলাহী সমবেত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, এখানে যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে, সে ক্ষেত্রে থানায় অথবা আদালতে মামলা হতে পারে, আমরা প্রাপ্ত অভিযোগের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার ধৈর্য ধরেন, আইনের গতি আস্থা রাখেন এবং নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

 


এ ব্যাপারে ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহিন এর মুঠোফোনে যোগ করা হলে ফোন রিসিভ করেননি বলে তার কোন বক্তব্য দেওয়া সম্ভব হলো না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গ্রাম পুলিশকে মারার অপরাধে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৫:৫১:২৬ অপরাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, সম্প্রদায়িতার উস্কানি, ক্যাডারদের লেলিয়ে দিয়ে গ্রাম পুলিশ উত্তম রায়ের উপর হামলা, মারধর লাঞ্ছিত করার প্রতিবাদে মোহনপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহিন এর অপসারণের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট রবিবার দুপুর বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বীরগঞ্জ উপজেলা শাখা ও সর্বস্তরের জনগণের আয়োজনে বীরগঞ্জ থানা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশেরা মানববন্ধন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আমার সোনার বাংলায় দুর্নীতিবাজদের ঠাই নাই, গ্রাম পুলিশের উপর হামলা কেন, জবাব চাই, জবাব চাই, শাহিন চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবি তুলে নানা স্লোগান মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা পরিষদ এলাকা।

ঘণ্টা ব্যাপী মানববন্ধনে উপজেলা গ্রাম পুলিশ ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: তহিদুল ইসলাম, সরদার নুরু মুহাম্মদ, মোঃ জমশের আলী। এ সময় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরজ আলী, ইউপি সদস্য মো: ফেরদৌস আলী, ইউপি সদস্য মো: হামিদুল ইসলাম বারো জন ইউপি সদস্য সদস্যগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীদের ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে সেটা বর্তমান সময়ে একক খাওয়াকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট বিকালে গ্রামবাসীদের নিয়ে বিএনপি নেতাই ইউপি চেয়ারম্যান শাহিন চৌধুরীর নেতৃত্বে একটি হামলার ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ শেষে চেয়ারম্যান শাহীন চৌধুরী জনতার সামনে গ্রাম পুলিশ উত্তম রায়কে বেদম পেটালে আহত হয়। পরে ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় উত্তম রায়কে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরে গ্রাম পুলিশেরা উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর নিকট বিএনপি নেতা চেয়ারম্যান শাহিন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

 


নির্বাহী অফিসার ফজলে এলাহী সমবেত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, এখানে যেহেতু ফৌজদারি অপরাধ হয়েছে, সে ক্ষেত্রে থানায় অথবা আদালতে মামলা হতে পারে, আমরা প্রাপ্ত অভিযোগের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার ধৈর্য ধরেন, আইনের গতি আস্থা রাখেন এবং নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।

 


এ ব্যাপারে ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহিন এর মুঠোফোনে যোগ করা হলে ফোন রিসিভ করেননি বলে তার কোন বক্তব্য দেওয়া সম্ভব হলো না।