নীলকন্ঠ ডেক্সঃ
সাতক্ষীরা র্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হাসপাতাল রোড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, সাতক্ষীরা সদর উপজেলা তুজলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে আনোযারা খাতুন ও মাগুরা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে আনোয়ার হোসেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, র্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে নারী-পুরুষসহ দুজন কলারোয়া উপজেলা সদরের দিকে আসছে।
ওই সংবাদ হওয়ার পরে র্যাব সদস্যরা উপজেলা সদরের হাসপাতাল রোডে ওঁৎপেতে থাকে। সন্দেহভাজন মোটরসাইকেলটি সেখানে পৌঁছাতেই তাদের চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান। তাদের দুজনকে গ্রেপ্তার করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কলোরোয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।