নিজস্ব প্রতিবেদকঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই কারণের লক্ষ্যে মুজিবনগর ভবরপাড়া চার্জ অব বাংলাদেশ সাধু আন্দ্রিয়ের গির্জা রাস্তার এইচবিবি হিয়ারিংয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেভা মৃত্যুঞ্জয় মন্ডল ডীন বল্লভপুর ডিনারী, প্যারিশ পুরোহিত রেভা আশিস মন্ডল, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিবাস্তিন মল্লিক (ঝড়ু), ভবরপাড়া আন্দ্রিয়ের গির্জার সম্পাদক জেমস বিমান মল্লিক, সাবেক সম্পাদক উত্তম মন্ডল, ভবরপাড়া চার্চের ক্যাটিখ্রিস্ট মি. রনি মল্লিক , আওয়ামী লীগ নেতা লুইস জুনু খাঁ, হরসো মল্লিক, আছের আলী, অসীম খাঁ প্রমুখ।
এসময় তারা বলেন, ভবরপাড়া চার্জ অব বাংলাদেশ সাধু আন্দ্রিয়ের গির্জার রাস্তার উদ্বোধন করতে পেরে আমাদের খুবই ভালো লাগলো। কারণ এই রাস্তাটি আমাদের খুব জরুরি ছিল। এই রাস্তা হয়ে প্রার্থনার উদ্দেশ্যে গির্জায় প্রবেশ করতে হয়। ভবরপাড়া ধর্মপ্রাণ খ্রিষ্ট ভক্তদের তাই এ রাস্তাটি করে দেওয়ায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রী ফারহাদ হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।




















































