শনিবার | ৩১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা Logo হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪
  • ৭৯৩ বার পড়া হয়েছে

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি: 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইদু‌রের গ‌র্তে হাত‌দি‌য়ে বিষধর সাপের কাম‌ড়ে আজিজুল (৩) নামে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২১ জুন) বিকেল সা‌ড়ে ৫ টার দি‌কে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজুল ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে।

শিশুটির বাবা জাহিদুল ইসলাম ও দাদা কলিম উদ্দিন জানান, ইদু‌রের গ‌র্তে হাত‌ দি‌য়ে‌ছিল আ‌জিজুল। ওই গ‌র্তে থাকা বিষাক্ত সাপ আ‌জিজুল‌কে কামড়‌দি‌লে সে চিৎকার ক‌রে কাঁদ‌তে কাঁদ‌তে বা‌ড়ি চ‌লে আ‌সে। তার হা‌তে কোন কিছু কাম‌ড়ে দাগ‌দে‌খে আমরা সা‌থে সা‌থে হা‌তে বাঁধন দি‌য়ে গ্রামের রবিউল কবিরাজের কাছে নিলে কবিরাজ এটা ইদুরের কম‌ড়ের ক্ষত বলে বাধন খুলে দেয়।

শিশুটিকে বাড়িতে নি‌য়ে আসার পর নি‌স্তেজ পড়ে। এসময় পাশের বাড়ির আশরাফের কাছে হাত চালান দিলে বলে মারা গিয়েছে। এবং সাপটি ঐ মাটির গর্তেই আছে। তারপর ঐ অবস্থায় ছে‌লে‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছেলে আ‌জিজুল‌কে হারিয়ে বাবা আহাজারি করে আরও বলেন, ছেলে আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল, কিন্তু ওরে বাঁচানো গেলো না। শুক্রবার রা‌ত ১০ টার দি‌কে নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লাব কুমার শাহ বলেন, সাপে দংশনে মারা গিয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি: 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইদু‌রের গ‌র্তে হাত‌দি‌য়ে বিষধর সাপের কাম‌ড়ে আজিজুল (৩) নামে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২১ জুন) বিকেল সা‌ড়ে ৫ টার দি‌কে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজুল ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে।

শিশুটির বাবা জাহিদুল ইসলাম ও দাদা কলিম উদ্দিন জানান, ইদু‌রের গ‌র্তে হাত‌ দি‌য়ে‌ছিল আ‌জিজুল। ওই গ‌র্তে থাকা বিষাক্ত সাপ আ‌জিজুল‌কে কামড়‌দি‌লে সে চিৎকার ক‌রে কাঁদ‌তে কাঁদ‌তে বা‌ড়ি চ‌লে আ‌সে। তার হা‌তে কোন কিছু কাম‌ড়ে দাগ‌দে‌খে আমরা সা‌থে সা‌থে হা‌তে বাঁধন দি‌য়ে গ্রামের রবিউল কবিরাজের কাছে নিলে কবিরাজ এটা ইদুরের কম‌ড়ের ক্ষত বলে বাধন খুলে দেয়।

শিশুটিকে বাড়িতে নি‌য়ে আসার পর নি‌স্তেজ পড়ে। এসময় পাশের বাড়ির আশরাফের কাছে হাত চালান দিলে বলে মারা গিয়েছে। এবং সাপটি ঐ মাটির গর্তেই আছে। তারপর ঐ অবস্থায় ছে‌লে‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছেলে আ‌জিজুল‌কে হারিয়ে বাবা আহাজারি করে আরও বলেন, ছেলে আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল, কিন্তু ওরে বাঁচানো গেলো না। শুক্রবার রা‌ত ১০ টার দি‌কে নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লাব কুমার শাহ বলেন, সাপে দংশনে মারা গিয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা।