সোমবার (২৫ অক্টোবর) গভীর রাতের কোনো এক সময় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। নিহতরা হলেন, দিনমজুর হাবিবুল্লাহ গাজী, স্ত্রী বিউটি খাতুন ও মেয়ে বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী টুনি।
পুলিশ জানিয়েছে, তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ তিনটি পুকুরে ফেলে দেয়া হয়। খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে কিছু বলতে পারেনি। মরদেহ উদ্ধারে তৎপরতা শুরু করা হয়েছে।
একইসাথে বাবা,মা ও ১৩ বছরের সন্তানকে হত্যার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















































