ফ্রান্সে মহানবী (সঃ) কে অবমাননার প্রতিবাদে হরিণাকুণ্ডুতে বিশাল প্রতিবাদ সমাবেশ

0
32

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা ওলামা পরিষদ ও ইমাম সমিতির আয়োজনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ ফ্রান্সের পণ্য বর্জন সহ বিচারের দাবী জানান। শুক্রবার বাদ জুম্মা হাসপাতাল মসজিদ থেকে এক মিছিল বের হয়ে উপজেলা দোয়েল চত্বরে মানববন্ধন শেষে ইমাম সমিতির সভাপতি মাওলানা ময়নদ্দীন আহম্মেদের সভাপতিতে ও মাওঃ আব্দুর রাজ্জাকের পরিচালোনায় প্রতিবাদ সমাবেশে পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু , মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ আঃ রশিদ , সাইফুর রহমান বাদল , এ্যাডঃ খোদাবখস্ , মাওঃ আকরাম হোসেন ফ্রান্সে মহানবী মুহাম্মদ ( সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র ( কার্টুন) প্রদর্শনের প্রতিবাদ করে বক্তব্য রাখেন । এসময় এলাকার শতশত মুসল্লী অংশগ্রণ করে ।