সাম্প্রতিক বছরগুলোতে, অ্যাপল আইফোনের উপর নির্ভরতা কমিয়ে আনার জন্য তাদের উপার্জনের জায়গা গুলোকে আরো উন্নত করছে।তবে ওয়াল স্ট্রিট এখনো তাদের ফ্ল্যাগশিপ ব্যবসায়ের উপর গভীর নজর রাখছে।
অ্যাপল এর ম্যাকস, আইপ্যাড সেবাদাতা সংস্থাটির জন্য একটি বড় আয়ের উৎস হিসেবে পরিণত হয়েছে।অ্যাপলের চিফ এক্সিকিউটিভ টিম কুক রয়টার্সকে বলেছেন, তিনি প্রথম পাঁচ দিনের শিপিংয়ের তথ্যের ভিত্তিতে আইফোন ১২ এর নতুন মডেলগুলো নিয়ে বেশ আশাবাদী।বর্তমানে অ্যাপল তাদের গুরুত্বপূর্ণ বিনিয়োগের পরিমাণ নিয়ে নির্দিষ্টভাবে খোলাসা করেনি, যার ফলে কিছু বিনিয়োগকারী সংস্থাটির এই পদক্ষেপে হতাশ হয়েছেন।






















































