বৃহস্পতিবার | ২৯ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৬নং ওয়ার্ডে ধানের শীষের লিফলেট বিতরণ কর্মসূচি Logo চাঁদপুর জেলা কারাগারে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত Logo নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জাবিতে ছাত্রশক্তির ক্যাম্পেইন শুরু Logo মাদকের বিরুদ্ধে সোচ্চার ডিএনসি: চাঁদপুরে আলোচনা সভা ও গণভোট সচেতনতা কার্যক্রম Logo শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান যুবকের কারাদ-!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সার্কেলের একটি টিম। গতকাল রোববার দুপুর সাড়ে এগারটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুদক কুষ্টিয়া সার্কেল এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, হট লাইনের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অনিয়মের তথ্য পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। অভিযানে হাসপাতালের নথিপত্র, উপস্থিতি তালিকা, রান্নাঘর, প্যাথলজি, ওষুধের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখা হয়।

এসময় হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের ওজন কমসহ নানা অনিয়মের চিত্র পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে অসাধু উপায়ে সরকারি ওষুধ সংগ্রহের সময় জুয়েল রানা (২৭) নামের এক যুবককে আটক করে দুদক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের কারাদ- দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।

এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের যাবতীয় নথিপত্র, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তালিকা, রান্নাঘর, রোগীদের জন্য খাবার, এক্সে-রে রুম, প্যাথলজি ও ওষুধের কক্ষে অভিযান চালায়। এতে তেমন কিছু না পাওয়া গেলেও রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে (মাছের) ওজন কম পায়। সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিটি মাছের পিচের ওজন ১’শ গ্রাম হতে হবে। কিন্তু সদর হাসপাতালে রোগীদের জন্য বরাদ্ধকৃত প্রতিটি মাছের পিচের ওজন ছিলো ৮০ গ্রাম। যা ২০ গ্রাম কম। এবিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরকে রোগীদের জন্য খাবার সঠিকভাবে পরিবেশনের নির্দেশনা দেন দুদক।

অন্যদিকে, সদর হাসপাতালে দুদকের অভিযানের খবর পেয়ে সকল কর্মকর্তা-কর্মচারীরাদের মধ্যে ফিটফাট থাকতে দেখা গেছে। হাসপাতালে থাকা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেওয়া দালালরা কৌশলে সটকে পড়ে। তবে অভিযানের পর দুদকের সদস্যরা চলে গেলে তাদের উপস্থিতি আবারো লক্ষ্য করা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির বলেন, দুদকের সদস্যরা হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেন। এসময় রোগীদের খাবারে সামান্য ওজন কম পায়। পরবর্তীতে খাবারের ওজন সঠিকভাবে দেওয়া হয় সে বিষয়ে অনুরোধ করেছে দুদক।

দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক হোসেন ও উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হুসাইন জানান, হটলাইনে তথ্য পেয়ে হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে অভিযান চালানো হয়। এসময় সরকারি ওষুধ বেনামে সংগ্রহ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়। এছাড়া রান্না ঘরে খাবারের ওজন কম দেওয়ার চিত্র পাওয়া যায়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, কৌশলে সরকারি ওষুধ উত্তোলন করে সংগ্রহ ও গণউপদ্রব সৃষ্টি করার অভিযোগে সদর হাসপাতাল থেকে জুয়েল রানাকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্ত যুবক জুয়েল রানাকে দন্ডবিধির ১৮৬০/২৯১ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিভিন্ন অভিযোগে দুদকের অভিযান যুবকের কারাদ-!

আপডেট সময় : ০৩:০৬:০৪ অপরাহ্ণ, সোমবার, ২ নভেম্বর ২০২০

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সার্কেলের একটি টিম। গতকাল রোববার দুপুর সাড়ে এগারটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুদক কুষ্টিয়া সার্কেল এ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, হট লাইনের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অনিয়মের তথ্য পেয়ে দুদকের একটি দল অভিযান চালায়। অভিযানে হাসপাতালের নথিপত্র, উপস্থিতি তালিকা, রান্নাঘর, প্যাথলজি, ওষুধের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখা হয়।

এসময় হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের ওজন কমসহ নানা অনিয়মের চিত্র পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে অসাধু উপায়ে সরকারি ওষুধ সংগ্রহের সময় জুয়েল রানা (২৭) নামের এক যুবককে আটক করে দুদক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাসের কারাদ- দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।

এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের যাবতীয় নথিপত্র, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তালিকা, রান্নাঘর, রোগীদের জন্য খাবার, এক্সে-রে রুম, প্যাথলজি ও ওষুধের কক্ষে অভিযান চালায়। এতে তেমন কিছু না পাওয়া গেলেও রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে (মাছের) ওজন কম পায়। সরকারি বিধিমালা অনুযায়ী প্রতিটি মাছের পিচের ওজন ১’শ গ্রাম হতে হবে। কিন্তু সদর হাসপাতালে রোগীদের জন্য বরাদ্ধকৃত প্রতিটি মাছের পিচের ওজন ছিলো ৮০ গ্রাম। যা ২০ গ্রাম কম। এবিষয়ে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবিরকে রোগীদের জন্য খাবার সঠিকভাবে পরিবেশনের নির্দেশনা দেন দুদক।

অন্যদিকে, সদর হাসপাতালে দুদকের অভিযানের খবর পেয়ে সকল কর্মকর্তা-কর্মচারীরাদের মধ্যে ফিটফাট থাকতে দেখা গেছে। হাসপাতালে থাকা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেওয়া দালালরা কৌশলে সটকে পড়ে। তবে অভিযানের পর দুদকের সদস্যরা চলে গেলে তাদের উপস্থিতি আবারো লক্ষ্য করা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির বলেন, দুদকের সদস্যরা হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেন। এসময় রোগীদের খাবারে সামান্য ওজন কম পায়। পরবর্তীতে খাবারের ওজন সঠিকভাবে দেওয়া হয় সে বিষয়ে অনুরোধ করেছে দুদক।

দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক হোসেন ও উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হুসাইন জানান, হটলাইনে তথ্য পেয়ে হাসপাতালের অনিয়ম অনুসন্ধানে অভিযান চালানো হয়। এসময় সরকারি ওষুধ বেনামে সংগ্রহ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়। এছাড়া রান্না ঘরে খাবারের ওজন কম দেওয়ার চিত্র পাওয়া যায়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, কৌশলে সরকারি ওষুধ উত্তোলন করে সংগ্রহ ও গণউপদ্রব সৃষ্টি করার অভিযোগে সদর হাসপাতাল থেকে জুয়েল রানাকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্ত যুবক জুয়েল রানাকে দন্ডবিধির ১৮৬০/২৯১ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।