মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0
28

নিউজ ডেস্ক:

মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার যাদবপুর কবরস্থানের সামনে থেকে তাদের আটক করা হয়। একই সাথে ১ মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলো যাদবপুর গ্রামের আবু বক্কর এর ছেলে আমিনুল ইসলাম ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আশান আলী। এর আমিনুল ইসলাম এর নামে আরও একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা পুলিশের অব্যাহত অভিযানে আরও দুই মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।