নিউজ ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে স’রিয়ে দিতে চাইছে সৌদি আরব। তার বদলে দেশটির সেনাবাহি’নীর সাবেক জেনারেলকে প্রধানমন্ত্রীর পদে বসাতে চায় সৌদি আরব। ব্রিটেন ভিত্তিক নিউ আরব নামের একটি সা’ইটে সম্প্র’তি এ খবর প্র’কাশ করা হয়েছে। তবে ওই প্রতিবে’দনে কারও ম’ন্তব্য কিংবা সুস্প’ষ্ট সূ’ত্রের কথা উল্লেখ করা হয়নি।
পাকিস্তানের ও ভারতীয় মিডিয়ায় প্রতিবে’দন প্রকা’শিত হয়েছে এমন দা’বি করে নিউ আরবের ওই প্রতিবে’দনে ওই খবরটি প্রকাশ করা হয়েছে। তাদের মতে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলি’টা’রি অ্যা’লায়ে’ন্স টু ফা’ই’ট টে’রো’রিজ’মের ক’মা’ন্ডা’র জেনারেল রাহেল শরীফই সৌদির পছন্দের প্রার্থী।
পাকিস্তান ও সৌদি আরব সম্পর্ক বেশ গভীর। তবে কাশ্মীরের বিষয়ে সৌদির দৃ’শ্যমান কোনো প্রতিক্রি’য়া না থাকায় এ সম্পর্কে তি’ক্ত’তা এসেছে বলে জানায় নিউ আরব নামের ওই সাই’টটি।
উল্লেখ্য, গত সপ্তাহে ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানের সাথে সৌদির সম্পর্ক ন’ষ্ট হয়নি। কাশ্মীর ই’স্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর পদক্ষে’প নেওয়া উচিত। কিন্তু ওআইসির নেতৃত্বস্থানীয় দেশ সৌদির নিজস্ব বৈদেশিক নীতি আছে। পাকিস্তান যা বলবে সৌদি আরব তাই করবে এটা তাদেরও আশা করা উচিত নয়।