মেক্সিকোতে বন্দুক যুদ্ধের পর অপহৃত ৮ জনকে উদ্ধার

  • আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২০
  • ৭৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মেক্সিকো কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, তারা দেশটির গুয়াদালাজারা নগরীতে ব্যাপক বন্দুকযুদ্ধের পর আট ব্যক্তিকে উদ্ধার করেছে। তাদেরকে অপহরণ করা হয়েছিল। এদের মধ্যে একজনের কয়েকটি আঙ্গুল কেটে ফেলেছে অপহরণকারীরা। খবর এএফপি’র।
প্রসিকিউটর গারারদো অক্টাভিও সোলিস গোমেজ সাংবাদিকদের বলেন, জালিস্কো রাজ্যের রাজধানীর উপকণ্ঠের একটি বাড়িতে অভিযানের পর অপহৃত একজনের মৃতদেহ উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সেখান থেকে শক্তিশালী বিভিন্ন আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ ভেস্ট ও কমিউনিকেশন রেডিও উদ্ধার করা হয়েছে।
মেক্সিকোতে অপহরণ এবং অপরাধী চক্র সংক্রান্ত সহিংসতা সাধারন ঘটনা।
সরকার জানায়, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মেক্সিকোতে ১১ হাজার ৪শ’র বেশি মানুষকে অপহরণ করা হয়। এদের মধ্যে প্রায় ৬শ’ জন অপহৃত হয় জালিস্কো রাজ্যে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে বন্দুক যুদ্ধের পর অপহৃত ৮ জনকে উদ্ধার

আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২০

নিউজ ডেস্ক:

মেক্সিকো কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, তারা দেশটির গুয়াদালাজারা নগরীতে ব্যাপক বন্দুকযুদ্ধের পর আট ব্যক্তিকে উদ্ধার করেছে। তাদেরকে অপহরণ করা হয়েছিল। এদের মধ্যে একজনের কয়েকটি আঙ্গুল কেটে ফেলেছে অপহরণকারীরা। খবর এএফপি’র।
প্রসিকিউটর গারারদো অক্টাভিও সোলিস গোমেজ সাংবাদিকদের বলেন, জালিস্কো রাজ্যের রাজধানীর উপকণ্ঠের একটি বাড়িতে অভিযানের পর অপহৃত একজনের মৃতদেহ উদ্ধার এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সেখান থেকে শক্তিশালী বিভিন্ন আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রুফ ভেস্ট ও কমিউনিকেশন রেডিও উদ্ধার করা হয়েছে।
মেক্সিকোতে অপহরণ এবং অপরাধী চক্র সংক্রান্ত সহিংসতা সাধারন ঘটনা।
সরকার জানায়, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মেক্সিকোতে ১১ হাজার ৪শ’র বেশি মানুষকে অপহরণ করা হয়। এদের মধ্যে প্রায় ৬শ’ জন অপহৃত হয় জালিস্কো রাজ্যে।