নিউজ ডেস্ক:করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল সোমবার সকালে তিনি কর্মস্থলে যোগদান করলে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘২০ দিন হোম আইসোলেশনে থাকার পর ২১ দিনের দিন অফিসে যেয়ে অনেকটাই নতুন নতুন লাগছিল। তবে চুয়াডাঙ্গাবাসীর জন্য আবার অফিসে যেয়ে কাজ করতে পেরে ভালোই লাগছে। সবার দোয়ায় আমি এখন পুরোপুরী সুস্থ। প্রথম দিকে ওজন কিছুটা কমলেও বাসায় বসে থেকে থেকে আবার দুই কেজি বেড়ে গেছে। কিন্তু আশা রাখছি পুনরায় ঠিক হয়ে যাব। দীর্ঘদিন পর করোনামুক্ত হয়ে পুনরায় কাজে ফিরতে পেরে ভালো লাগছে।’
করোনাকালীন সময়ে সর্বসাধারণ যখন গৃহবন্দী, তখন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম গণমানুষের কাছে যেয়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদান, কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থদের ঘরে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার ও ওষুধ-সামগ্রী। করোনা আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। পুলিশ সুপারের নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার-ফোর্স, কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশসহ স্থানীয়দের সহায়তায় করোনা আক্রান্তদের খেতের ভুট্টা, ধানসহ ফসল কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন। ছুটে গেছেন হাসপাতালে করোনা আক্রান্ত সহকর্মীদের নিকট এবং নিয়মিত সবার খোঁজখবর রেখেছেন। অফিসে আগত দর্শনার্থীদের কথা মনযোগ সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধান করেছেন। পাশাপাশি চুয়াডাঙ্গা মাদক নির্মুলে প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা, নিয়মিত ডিউটি তদারকি করেছেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলায় যোগদান করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত দেখিয়ে তিনি চুয়াডাঙ্গাবাসীর মন জয় করে মানবিক পুলিশ সুপার উপাধিতে ভূষিত হয়েছেন। এরই মধ্যে করোনাকালীন সময়ে মানুষের কল্যাণে কাজ করতে যেয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজেই গত পহেলা আগস্ট সপরিবারের করোনা আক্রান্ত হয়ে পড়েন। গত ১৬ আগস্ট তিনি করোনামুক্ত হন। গতকাল ১৭ আগস্ট তিনি পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন।




















































