নিউজ ডেস্ক:
সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত যে চুক্তি করেছে তা দুই রাষ্ট্র সমাধান নীতিকে ধ্বংস করবে এবং চরমপন্থাকে জোরদার ও সম্ভাব্য শান্তিকে গুরুত্বহীন করে তুলবে। প্রধান ফিলিস্তিনী আলোচক সায়েব এরাকাত রোববার এ কথা বলেন।
মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনী কর্তৃপক্ষ এবং গাজা শাসনকারী ইসলামী গ্রুপ হামাস একযোগে এই চুক্তির বিরোধিতা করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল-ইউএই চুক্তি ঘোষণা করেন।
এরাকাত বলেন, আমি সত্যিই বিশ্বাস করি এই চুক্তি দুই রাষ্ট্র সমাধান নীতি হত্যা করবে। বিদেশী সাংবাদিকদের সাথে কনফারেন্স কলে এরাকাত আরো বলেন, নেতানিয়াহুর মতো ইসরাইলের চরমপন্থীরা মনে করছে দুই রাষ্ট্র সমাধান নীতি আলোচনার টেবিলে আর নেই।
এরাকাত এই চুক্তির নিন্দা জানিয়ে বলেন, বিদেশী নীতির সফলতা চিহ্নিত করতে ট্রাম্প মরিয়া হয়ে এই পদক্ষেপ নিয়েছে।
ফিলিস্তিন এই চুক্তির প্রেক্ষিতে আরব লীগ ও অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র জরুরি বৈঠক আহ্বান করেছে।
এছাড়া এরাকাত বলেন, তিনি চুক্তি বাতিলে ইউএইকে চাপ দিতে সৌদি আরব ও বাহরাইনকে চিঠি লিখেছেন।
সৌদি আরব তাকে আশ্বস্ত করে চিঠির জবাব দিলেও বাহরাইন কোন উত্তর এখনও দেয়নি বলে তিনি জানান।
তবে আঞ্চলিকভাবে শক্তিশালী সৌদি আরব চুক্তির বিষয়ে স্পষ্টত এখনও নীরব রয়েছে। রিয়াদ এখনও পর্যন্ত চুক্তির ব্যাপারে আন্ষ্ঠুানিক প্রতিক্রিয়া জানায়নি।






















































