নিউজ ডেস্ক: ফেব্রুয়ারীর শেষে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা আসতে পারে গ্যালাক্সি এস৮ এর। আর বাজারে আসতে পারে এপ্রিলের শেষভাগে। তবে নানা ‘সূত্র’ থেকে প্রাপ্ত তথ্য ইতিমধ্যেই মোটামুটি ধারণা দিচ্ছে কি আসতে যাচ্ছে স্যামসাং-এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনে।
তবে এই প্রথম সচল কোন গ্যালাক্সি এস৮ এর ছবি প্রকাশিত হলো ইন্টারনেটে। ওয়েইবো নামক ওয়েবসাইটে প্রকাশিত এ ছবিতে আংশিকভাবে প্রথমবারের দেখা যাচ্ছে সচল কোন গ্যালাক্সি এস৮।






















































