আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বটিয়াপাড়া-শিয়ালমারি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুদ্দিন ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমরা মাঠে ছিলাম, এখনও আছি। ২১ আগস্টের সময় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা আওয়ামী লীগের ওপর হামলা করে অনেক নেতা-কর্মীদের হত্যা করেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ খুন, গুম করে এবং সরকারের কোটি কোটি টাকা লোপাট করেছে। এ দেশে আইনের শাসন আছে, তাই যাঁরা অপরাধ করেছেন, তাঁরা বিচারের সম্মুখীন হচ্ছেন।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশে এখন মেট্রোরেল, ফ্লাইওভারসহ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নিজ হাতে নিয়ে এক নজির সৃষ্টি করেছেন। এ উন্নয়নের ধারা ব্যাহত করতে এক শ্রেণির মানুষ বাধা সৃষ্টি করে আসছেন, দলের মধ্যে কোন্দল তৈরি করছেন। যাঁরা এসব কোন্দল তৈরির চেষ্টা চালাচ্ছেন, তাঁরা আওয়ামী লীগের কেউ নয়।
ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. মুহ. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক আলমগীর, মাসুদ উজ্জামান লিটু বিশ^াস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, অ্যাড. বেলাল হোসেন ও আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা।
আলোচনা সভা শেষে সম্মেলনে উপস্থিত সবার সম্মতিক্রমে হাফিজুর রহমান বাবলুকে সভাপতি ও মুজাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।