দামুড়হুদার কোমরপুর মাঠে ছিনতাইয়ের কবলে সিএনজি
নিউজ ডেস্ক:দামুড়হুদা কোমরপুর এলাকায় সিএনজি থামিয়ে তিন যাত্রীর হাত-পা-চোখ বেঁধে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা কোমরপুর নিউ বসু ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত আড়াইটার দিকে হাত-পায়ের বাঁধন খুলে পাশের কলাবাগান থেকে বেরিয়ে আসেন ওই তিন যাত্রী।
জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডঙ্গা আরামডাঙ্গার খালেদ হাসান, কবির হোসেন ও খাবলি পাড়ার সজিব হোসেন অসুস্থ রোগীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কোমরপুর নিউ বসু ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করেন। অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাঁদের তিনজনের হাত-পা-চোখ বেঁধে ইটভাটার পাশে একটি কলাবাগানে ফেলে রাখে। এ সময় তাঁদের কাছে থাকা ৩ থেকে ৪ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। হাত-পা বাঁধা অবস্থায় প্রায় চার ঘণ্টা পড়ে থাকার পর বাঁধন খুলে কলাবাগান থেকে বেরিয়ে আসেন ওই তিনজন।
দামুড়হুদা থানার পুলিশ বলেন, অসুস্থ রোগীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে কোমরপুর নামক স্থানে তিন ব্যক্তির কিছু টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার খবর পেয়েছেন তিনি। এ ঘটনার পর অনুসন্ধানে নেমেছে পুলিশ। খোয়া যাওয়া টাকা, মোবাইল ফোনসহ জড়িতদের আটকে অভিযান অব্যহত রয়েছে।