নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার বঙ্গজ পাড়ায় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিসের একটি টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত ব্যক্তিদের মধ্যে আছেন দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের সড়াবারিয়া গ্রামের স্কুলপাড়ার ওসমান আলীর ছেলে আলমসাধুচালক হেলাল উদ্দীন (৩৫), একই এলাকার মৃত ইলিয়াস উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম, মনসুর শাহের ছেলে শাহার আলী (৩৬), নজির মোল্লার ছেলে খলিল (৪০), তহির উদ্দীনের ছেলে মোফাজদ্দী, আবদুর শাহের ছেলে মজিবর, শুকুর আলীর ছেলে আব্দুল আলিম, মান্নানের ছেলে আব্দুল সালাম ও মান্নানের ছেলে রুহুল আমিন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহত ব্যক্তিদের মধ্যে আলমসাধুচালক হেলাল উদ্দীন, তরিকুল ইসলাম ও শাহার আলীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয় এবং বাকিরা সবাই বাড়ি ফিরে যান।
জানা যায়, পাটের আঁশ ছাড়ানোর কাজ করতে গতকাল ভোর চারটার দিকে আলমসাধুযোগে আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় যাচ্ছিলেন একদল শ্রমিক। পথের মধ্যে চুয়াডাঙ্গা বঙ্গজ ফ্যাক্টরির নিকট পৌঁছালে আলমসাধুর সামনের চাকা বেঁকে যায়। এ সময় ওই আলমসাধুটি থেকে পড়ে যেয়ে ১০ জন আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সবাইকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতলে ভর্তি রাখেন কর্তব্যরত চিকিৎসক।