চুয়াডাঙ্গার পৃথকস্থানে ঘুড়ি উড়াতে গিয়ে বিপত্তি ছাদ থেকে পড়ে দু’শিশু আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১৩:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথকস্থানে ঘুড়ি উড়াতে যেয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। গতকাল বুধবার পৃথকস্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশুরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রাজাপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে ও আলুকদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সিয়াম (৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পলাশের ছেলে ও ইসলামপাড়া পৌর সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রমজান (১০)।
জানা যায়, বুধবার সকালে বন্ধুদের সাথে নিজ বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছিল সিয়াম। ঘুড়ি উড়ানোর একপর্যায়ে অসাবধানতাবশত সিয়াম ছাদের উপর থেকে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিয়ামের শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি রাখে।
এদিকে, গতকাল বিকালে বন্ধুদের সাথে প্রতিবেশী রোজিনা খাতুনের বাড়ির ছাদে ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত ছাদের উপর থেকে মাটিতে পড়ে যেয়ে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয় রমজান। মাথা থেকে অবিরত রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুর ফেরদৌস শিশুটির মাথার আঘাত গুরুত্বর হওয়ায় ও মাথার খুলিতে আঘাতপ্রাপ্ত হওয়ায় তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করেন ও হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তারিখ হাসান শাহিনকে ফোন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. তারিখ হাসান শাহিন বলেন, ছাদ থেকে পড়ে যেয়ে শিশুটির মাথার খুলিতে গুরুত্বর আঘাত লেগেছে। যত দ্রুত সম্ভব আঘাতের পরিমাণ ও মাথার ব্রেইনের আঘাতের পরিমাণ জানতে শিশুটির সিটি স্ক্যান করা প্রয়োজন। শিশুটির অবশ্যই একজন নিউরোসার্জারি ডা. অধীনে থেকে চিকিৎসা নেয়া প্রয়োজন। তাই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার পৃথকস্থানে ঘুড়ি উড়াতে গিয়ে বিপত্তি ছাদ থেকে পড়ে দু’শিশু আহত

আপডেট সময় : ১০:১৩:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯

 

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথকস্থানে ঘুড়ি উড়াতে যেয়ে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। গতকাল বুধবার পৃথকস্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত শিশুরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া রাজাপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে ও আলুকদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সিয়াম (৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পলাশের ছেলে ও ইসলামপাড়া পৌর সরকারি প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রমজান (১০)।
জানা যায়, বুধবার সকালে বন্ধুদের সাথে নিজ বাড়ির ছাদে ঘুড়ি উড়াচ্ছিল সিয়াম। ঘুড়ি উড়ানোর একপর্যায়ে অসাবধানতাবশত সিয়াম ছাদের উপর থেকে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিয়ামের শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি রাখে।
এদিকে, গতকাল বিকালে বন্ধুদের সাথে প্রতিবেশী রোজিনা খাতুনের বাড়ির ছাদে ঘুড়ি উড়ানোর সময় অসাবধানতাবশত ছাদের উপর থেকে মাটিতে পড়ে যেয়ে মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয় রমজান। মাথা থেকে অবিরত রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুর ফেরদৌস শিশুটির মাথার আঘাত গুরুত্বর হওয়ায় ও মাথার খুলিতে আঘাতপ্রাপ্ত হওয়ায় তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করেন ও হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. তারিখ হাসান শাহিনকে ফোন করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডা. তারিখ হাসান শাহিন বলেন, ছাদ থেকে পড়ে যেয়ে শিশুটির মাথার খুলিতে গুরুত্বর আঘাত লেগেছে। যত দ্রুত সম্ভব আঘাতের পরিমাণ ও মাথার ব্রেইনের আঘাতের পরিমাণ জানতে শিশুটির সিটি স্ক্যান করা প্রয়োজন। শিশুটির অবশ্যই একজন নিউরোসার্জারি ডা. অধীনে থেকে চিকিৎসা নেয়া প্রয়োজন। তাই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।