চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩ টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।
এ সময় প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারী শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডি এম ফয়সাল।
মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার কথা বলে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, বরং আমানতদারিত্বের রাজনীতি বিশ্বাস করি। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে সদর-হাইমচরের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”




















































