চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গোলাপ ফুল মার্কার জাকের পার্টি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বেপারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।
এ সময় প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুর রহমান,চাঁদপুর জেলা
জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি
মোঃ শাহ আলম, চাঁদপুর জেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম।
মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের নুরুল ইসলাম বেপারী বলেন,
“চাঁদপুর-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জাকের পার্টির আদর্শ—সত্য, ন্যায় ও মানবকল্যাণকে সামনে রেখে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে সদর ও হাইমচরের মানুষের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেব।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, গোলাপ ফুল প্রতীক নিয়ে জনগণ ঐক্যবদ্ধ হলে এই আসনে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে।”



















































