আলমডাঙ্গায় বাল্যবিবাহ : জেল-জরিমানা!

0
9

গভীর রাতে বিয়ের আয়োজন; বাধ সাধলেন ইউএনও রাহাত মান্নান
নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় বাল্যবিবাহের অপরাধে আবুল কাশেম (১৯) নামেন এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল সোমবার রাত ১২টার দিকে আলমডাঙ্গার জামজামি গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে মিজানুর নাবালিকা মেয়ের খালুর বাড়িতে বিবাহের আয়োজন করে। এই সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের রেল জগন্নাথপুর গ্রামের ৭ম শ্রেণীতে পড়–য়া স্কুলছাত্রীকে উপজেলার জামজামি ইউনিয়নের জামজামি গ্রামের নাবালিকা মেয়ের খালু মৃত আজিবর রহমানের ছেলে মিজানুরের বাড়িতে বিবাহের আয়োজন করে। নাবালিকা মেয়ের পিতা বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় মেয়ের মামা, খালা ও খালু যৌথ উদ্যোগে জামজামি বাজার এলাকায় নিয়ে তার খালুর বাড়িতে গোপনে একই ইউনিয়নের ঘোষবিলা গ্রামের গোলাম রসুলের ছেলে আবুল কাশেমের সাথে বিবাহের প্রস্তুতি চলছিলো। ইতোমধ্যে গত এক সপ্তাহ পূর্বে আবুল কাশেমের হারিকু-ু মালিপাড়ার ১ম স্ত্রীকে তালাক দেয়। তালাকের ১ সপ্তাহ পড়েই আবারো অল্প বয়সে দ্বিতীয় বিবাহের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার শেষ মুহুর্তে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান উপস্থিত হন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘোষবিলা গ্রামের বর আবুল কাশেমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও নাবালিকা মেয়ের মামা কুষ্টিয়া জেলার ইবি থানার মনোহারদী গ্রামের আজিজুল মালিথার ছেলে ঠান্ডু মালিতাকে ২ হাজার টাকা অর্থদন্ড করেন। বাল্যবিবাহের সাথে সংযুক্ত ইউপি সদস্যসহ ছেলে-মেয়ের পরিবারের অনেক লোকজন পালিয়ে যায়। মোবাইল কোর্ট পরিচালনার সময় আলমডাঙ্গা থানার এসআই আশিকুর রহমান, জামজামি ফাঁড়ির পিআইসি মিজানুর রহমান ফোর্স উপস্থিত ছিলো।