শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

চুয়াডাঙ্গাসহ বিভিন্নস্থানে কালবৈশাখীর তাণ্ডব

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪২:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

ফসলের ব্যাপক ক্ষতি; বিদ্যুৎ সরবরাহ বন্ধ : নারীসহ আহত-৫

নিউজ ডেস্ক:আবারও কালবৈশাখীর তা-বে লন্ডভ- হয়েছে চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকা। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে ৩০ মিনিটের ব্যবধানে এই ঝড় আঘাত হানে। সঙ্গে ছিল বৃষ্টিপাত। গতকাল কালবৈশাখীতে জেলার বিভিন্নস্থানে রাস্তায় ডাল ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে বসত বাড়ি, আমবাগান, ছোট-বড় বিলবোর্ড, ভেঙে পড়ে। এছাড়া বিভিন্নস্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ফলে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বয়ে যাওয়া ওই ঝড়ে বসত ঘর, ফসল ও পানের বরজসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘরের টিনের চালা বিধ্বস্ত হয়েছে বিভিন্নস্থানে। এছাড়াও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঝড়ে শহরের আশপাশে অবস্থিত বাগানগুলোর প্রায় ২৫ শতাংশ আম গাছ থেকে ঝরে পড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
বিভিন্ন সড়কে যাত্রী ও চালকদের ঝড়ের কবল থেকে বাঁচতে নিরাপদ স্থানের সন্ধানে ব্যতিব্যস্ত হতে দেখা যায়। এসব এলাকার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙে পড়তে থাকতে দেখা যায়। এতে রাস্তায় থাকা লোকজন ও গাড়ির চালকরা আতঙ্কিত হয়ে পড়েন। টানা দু’ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। শেষ পর্যন্ত শহরে কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও জেলার বিভিন্নস্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিস। এই বিদ্যুতের তার মেরামত করতে সারারাত লেগে যাবে বলে জানান তারা।
এদিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পৃথকস্থানে নারীসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহট গ্রামের মোশাররফের ছেলে মেহেদী হাসান (২০), একই এলাকার শাহাদাতের ছেলে মিঠু (২৫), দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের রফিকুলের স্ত্রী সকিনা খাতুন (৩৫), চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বজলুর ছেলে দিপন (৪৫) ও আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের হিমচানের ছেলে বাপ্পি (২২)।
অন্যদিকে, ঝড়ের কবলে চুয়াডাঙ্গা খাদ্য গোডাউনের একটি গাছ ভেঙ্গে পড়লে স্থানীয় কয়েকজন গাছটি কাটতে যায়। এ সময় খাদ্য গোডাউনের কর্মচারী উজ্জ্বল পারভেজ তাদেরকে বাধা দিলে বাধে বাকবিতন্ডা। একপর্যায়ে স্থানীয়রা উজ্জ্বল পারভেজকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে আহত উজ্জ্বল পারভেজের সহকর্মীরা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঝড়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে ফুলবাগানের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। সপ্তাহব্যাপি স্বাস্থ্যসেবা অনুষ্ঠানের আয়োজনের মঞ্চ ও প্যান্ডেল ঝড়ে উড়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

চুয়াডাঙ্গাসহ বিভিন্নস্থানে কালবৈশাখীর তাণ্ডব

আপডেট সময় : ১০:৪২:৪০ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯

ফসলের ব্যাপক ক্ষতি; বিদ্যুৎ সরবরাহ বন্ধ : নারীসহ আহত-৫

নিউজ ডেস্ক:আবারও কালবৈশাখীর তা-বে লন্ডভ- হয়েছে চুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকা। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে ৩০ মিনিটের ব্যবধানে এই ঝড় আঘাত হানে। সঙ্গে ছিল বৃষ্টিপাত। গতকাল কালবৈশাখীতে জেলার বিভিন্নস্থানে রাস্তায় ডাল ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে বসত বাড়ি, আমবাগান, ছোট-বড় বিলবোর্ড, ভেঙে পড়ে। এছাড়া বিভিন্নস্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ফলে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বয়ে যাওয়া ওই ঝড়ে বসত ঘর, ফসল ও পানের বরজসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘরের টিনের চালা বিধ্বস্ত হয়েছে বিভিন্নস্থানে। এছাড়াও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঝড়ে শহরের আশপাশে অবস্থিত বাগানগুলোর প্রায় ২৫ শতাংশ আম গাছ থেকে ঝরে পড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
বিভিন্ন সড়কে যাত্রী ও চালকদের ঝড়ের কবল থেকে বাঁচতে নিরাপদ স্থানের সন্ধানে ব্যতিব্যস্ত হতে দেখা যায়। এসব এলাকার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙে পড়তে থাকতে দেখা যায়। এতে রাস্তায় থাকা লোকজন ও গাড়ির চালকরা আতঙ্কিত হয়ে পড়েন। টানা দু’ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। শেষ পর্যন্ত শহরে কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও জেলার বিভিন্নস্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিস। এই বিদ্যুতের তার মেরামত করতে সারারাত লেগে যাবে বলে জানান তারা।
এদিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পৃথকস্থানে নারীসহ ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহট গ্রামের মোশাররফের ছেলে মেহেদী হাসান (২০), একই এলাকার শাহাদাতের ছেলে মিঠু (২৫), দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের রফিকুলের স্ত্রী সকিনা খাতুন (৩৫), চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার বজলুর ছেলে দিপন (৪৫) ও আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের হিমচানের ছেলে বাপ্পি (২২)।
অন্যদিকে, ঝড়ের কবলে চুয়াডাঙ্গা খাদ্য গোডাউনের একটি গাছ ভেঙ্গে পড়লে স্থানীয় কয়েকজন গাছটি কাটতে যায়। এ সময় খাদ্য গোডাউনের কর্মচারী উজ্জ্বল পারভেজ তাদেরকে বাধা দিলে বাধে বাকবিতন্ডা। একপর্যায়ে স্থানীয়রা উজ্জ্বল পারভেজকে পিটিয়ে জখম করে। খবর পেয়ে আহত উজ্জ্বল পারভেজের সহকর্মীরা ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঝড়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙ্গে ফুলবাগানের ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। সপ্তাহব্যাপি স্বাস্থ্যসেবা অনুষ্ঠানের আয়োজনের মঞ্চ ও প্যান্ডেল ঝড়ে উড়ে যায়।