দাসমালিকানা ঠিক রাখতে সময়মত ভূমি কর পরিশোধ করুন
নিউজ ডেস্ক:সময় মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো, সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার চার উপজেলায় ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে এ ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধন করা হয়।চুয়াডাঙ্গা:‘আগে ভূমির খাজনা দিতে গিয়ে ভূমি অফিসে হয়রানির শিকার হতে হতো। দালালদের দৌরাত্ম্য অতিষ্ঠ ছিল ভূমির মালিকরা। তাদের মধ্যে ভীতি কাজ করত। সেটা দূর করতে এ মেলার আয়োজন। আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে মানুষকে সচেতন করতে, বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমিসংক্রান্ত কোনো সমস্যা সম্পর্কে মানুষকে জানানোর জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজলা ভূমি প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) ওয়াশীমুল বারীর সভাপতিত্বে ভূমি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলার বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। জনবান্ধব ভূমি নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অজ্ঞিকার ২০১৯ ও সহজীকরণের লক্ষ্যে চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে ভূমিসংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় স্বল্পসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সকল উপজেলা ভূমি কার্যালয়ে ই-নামজারি চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও স্বল্পসময়ে তাঁদের জমির নামজারির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া ভূমি কার্যালয় থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণের আয়োজন করা হয়ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে সেবার মান বাড়াতে ও দুর্নীতিমুক্ত করতে দেশের সর্বপ্রথম চুয়াডাঙ্গাতে প্রত্যেক ভূমি অফিসে গণশুনানির আয়োজন করা হয়েছে। যার কার্যক্রম চলমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ বলেন, সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত নানা বিষয়ে সম্যক ধারণা দিতে ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। আগামী শুক্রবার ৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে।উদ্বোধনী দিনে মেলায় অনেক সেবা গ্রহীতার ভিড় দেখা যায়। এছাড়াও উদ্বোধনী মেলায় সর্বোচ্চ দু’জন করদাতাকে পুরস্কৃত করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আগামী মঙ্গলবার ৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে।
আলমডাঙ্গা:আলমডাঙ্গা ভূমি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপি ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, আমাদের উদ্দেশ্যে হচ্ছে স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা প্রত্যেকটা ভূমি অফিসে জবাবদিহিতামূলক স্বচ্ছতা আনার চেষ্টা করছি। আমরা আরও স্বচ্ছতার জন্য ই-মিউটিশন চালু করেছি। ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেন্টার থেকে আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে আপনাদের অফিসে যাবার প্রয়োজন নেই। অফিসে না গেলে আপনাদের কারো সাথে দেখা হচ্ছেনা। ব্যাংকে টাকা জমা দিয়ে ইউনিয়ন পরিষদ থেকেই মিউটিশনের কাগজ নিতে পারবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ভূমি অফিস সহকারী আশরাফ আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কবির হোসেন, ডাউকি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঈশা খান, কুমারী ভূমি অফিসের আমজাদ হোসেন, হারদী ভূমি অফিসের মতিয়ার রহমান, ঘোষবিলা ভূমি অফিসের আতিকুর রহমান, মুন্সিগঞ্জ ভূমি অফিসের ইসমাইল হোসেন, গোকুলখালি ভূমি অফিসের হাফিজুর রহমান, খাসকররা ভূমি অফিসের রেজাউল হক, কালিদাসপুর অফিসের সামছদ্দীন, আসমাখালি ভূমি অফিসের মিজানুর রহমান ও জেহালা ভূমি অফিসের মিনারুল ইসলাম প্রমুখ।দামুড়হুদা:দামুড়হুদায় ৩ দিনব্যাপি ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দূর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষনা করেছেন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভূমি অফিসের কারোর বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে। নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে নিজের জমির মালিকানা ঠিক রাখতে হবে। আপনারা অন লাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ ভূমি সংক্রান্ত অন্যান্য কার্যক্রমও করতে পারেন। পরে তিনি মেলার প্রাঙ্গনের সকল স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রথম দিনে সর্বোচ্চ করাদাতা জুড়ানপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মোখলেসুর রহমানের হাতে ভূমি সেবা খাম তুলে দেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা। এর আগে ওস্তাদ আসমত আলী বিশ্বাস ও আক্কাচ আলীর নেতৃত্বে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) খোন্দকার ফরহাদ আহমদ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির ওমর ফারুক, দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের নাজির হারুন-অর রশিদ, প্রধান সহকারী জহির উদ্দীন মোহাম্মদ বাবুর, সার্ভেয়ার গোলাম মোস্তফা, দর্শনা পৌর ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, জুড়ানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হায়দার আলী, কার্পসডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম, নাটুদহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রকিবুল আলম, হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, কুড়–লগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, দামুড়হুদা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাবুদ্দীন প্রমূখ।
জীবননগর:‘সময় মতো ভূমি উন্নয়ন কর পরিশোধ করবো, সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকালে জীবননগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল খালেক, সমাজ সেবা অফিসার মাসুদুর রহমান, নির্বাচন অফিসার তাইজুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাজিব হোসেন, সার্ভেয়ার মাজেদুর রহমান, ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম, নাজির মহিদুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, ভূমি অফিস সহকারী কাশেম আলী প্রমুখ।