চলতি বছর স্যামসাং নির্মিত অন্যতম স্মার্টফোন গ্যালাক্সি এস৮ এর ঘোষণা আসতে পারে আগামী মার্চে। এপ্রিল মাসের দিকে ফোনটি বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইতিমধ্যেই জল্পনা-কল্পনার ডানা মেলেছে বিস্তর। আর তা থেকে ধারণা করা যাচ্ছে এই এস৮ হতে পারে নোট ৭ বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য স্যামসাং-এর অন্যতম অবলম্বন।
দুটি ভিন্ন সাইজে বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি এস৮। পাঁচ ও ছয় ইঞ্চি মাপের ফোন দুটিতে থাকবে ‘ইনফিনিটি ডিসপ্লে’ প্রযুক্তি। দুই পাশ বাঁকানো এই ডিসপ্লে একইসাথে ধারবিহীনও (bezel less) বটে। সেই সাথে যুক্ত হচ্ছে অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি রেটিনা স্ক্যানার। ৬৪ গিগাবাইট রম সম্বলিত ফোনটিতে থাকবে মেমরি কার্ড স্লট। ক্যামেরা হবে এস৭ থেকে আরও উন্নত, স্বল্প আলোতে অধিক কার্যকর।
একটি সূত্রের মতে, আগামী ২১শে এপ্রিল বাজারে অবমুক্ত হবে এস৮। তবে মান নিয়ণ্ত্রণে মরিয়া স্যামসাং শুধু নির্দিষ্ট তারিখে অবমুক্তির চেয়ে সম্ভাব্য সেরা পণ্যটি বাজারে উপস্থাপনেই বেশী আগ্রহী বলে মনে হচ্ছে।


























































