নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার চাঁদপুর মোড়ে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আকছেদ (৭০) নামের এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকছেদ দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দৌলিয়ারপুর গ্রামের স্কুল পাড়ার মৃত ইসার উদ্দিনের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আহত আকছেদ বারাদী হতে সাইকেলযোগে দৌলিয়ারপুর আসছিল। পথিমধ্যে চাঁদপুর নামক স্থানে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ